আমাদের কথা খুঁজে নিন

   

হাঁসতে হাঁসতে পাগল হইয়া গেলাম ।

কিছুক্ষণ আগে ফেসবুকে বসেছিলাম । হটাৎ দেখি ওয়ালে একটা পেজের পোস্ট । পোস্টটি একটি জরিপ সম্পর্কে যে " সাইদি কি যুদ্ধাপরাধি ? " । । এরপর জরিপের কিছু কমেন্ট পরা শুরু করলাম ।

যতই পরতে লাগলাম ততই অবাক হতে লাগলাম । দেখি সবাই না বলতেসে আর কিছু ভদ্র লোক ৎ সাইদি কে " "one of the greatest person of the world" ঘোষণা দিয়া দিল । আবার অনেকেই বলল যে , যে সাইদির বিচার চায় সে আল্লাহ্‌কে বিশ্বাস করে না । ১০০০ এর মত কমেন্টের বেশিরভাগ উত্তরই না ছিল । View this link কি আর বলব বর্তমান দেশেই যদি এত পরিমান রাজাকার থাকে তাহলে সেটা আমাদের সমগ্র জাতির জন্য কলঙ্ক ।

যারা বাংলাদেশে বসবাস করে রাজাকারদের বিচার চায় না তারা আসলে পাকিস্তানের জারজ সন্তান এবং তাঁদের দেশ ও তাঁদের জন্মদাত্রী মায়ের প্রতি কোন ভালবাসা নেই । আর একটি কথা বলতে চাই যারা এখনও রাজাকারদের সাপোর্ট দিয়ে যাচ্ছেন এবং বলছেন নিজামি ,কাদেরমুল্লারা যদি রাজাকার না । আচ্ছা আপনাদের যদি বলি সানি লিওন ভার্জিন কেও বিশ্বাস করবে না আর যদি বলা হয় নিজামি,মুজাহিদরা রাজাকার না তাইলে এটাও বাঙালি বিশ্বাস করবে না । অফটপিক: পরিশেষে বলতে চাই সামুর বিরদ্ধে সবাই যে ষড়যন্ত্রে লিপ্ত হয়েছে তার প্রতিবাদ জানাই । কারন সামু সবসময় এই দেশের মানুষের পাশে ছিল এবং বেশিরবাগ অন্যায়ের বিরদ্ধে সব সময় সামু থেকে প্রথম প্রতিবাদ উঠেছে ।

আজ যারা সামুর বিরদ্ধে কথা বলছেন কোন অন্যায়ের প্রতিবাদের সময় তো তাদেরকে দেখা যায় নি কিংবা যখন কোন অন্যায়ের প্রতিবাদের সময় তদেরকে মুখ খুলতে দেখি নি তখন কিন্তু সামুই তখন প্রতিবাদ করেছিল । আসলে সামু বন্ধ করার প্রধান কারন আমার কাছে মনে হচ্ছে যে এই ব্লগটি সকল রাজনৈতিক দলের লোকের কাছে একটি প্রধান বাধা কারন এই ব্লগটি থাকলে তারা মনে করেন তাঁদের অপকর্ম গুলো ঠিক ভাবে করতে পারবেন না এবং সবকিছু প্রকাশ হয়ে যাবে । যা নির্বাচনের সময় তাঁদের জন্য কাল হয়ে দাঁড়াতে পারে । । আর সামু কতৃপক্ষের কিছু বিষয়ে আরও কঠোর হওয়া উচিত ছিল যেমন নাস্তিকতা ।

ধর্মে বিশ্বাস করা বা না করা এইটা ব্যাক্তিগত ব্যাপার কিন্তু তাই বলে কোন ধর্মকে গালিগালাজ করা এইটা মেনে নেওয়া যায় না । আশা করি সামু এইদিক দিয়ে আরও কঠোর হবে । সামুর পাশে আছি এবং থাকব । ।

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।