আমাদের কথা খুঁজে নিন

   

হাঁসতে মানা - ১



মি. মুজিব সাহেব একটি বেসকারী প্রতিষ্ঠানে উচ্চ বেতনে চাকরি করেন কিন্তু তিনি খুবই কৃপণ তিনি তাঁর ওয়াইফ কে শপিং এ যান বটে তবে সেটা নিতান্তই ওয়িন্ডো শপিং কোন দিন ই কিছু কিনেন না একদিন কি হল মিসেস মুজিব সকাল থেকেই খুব কাশছেন মাঝে মাঝে এমন মনে হচ্ছে যে তাঁর গলার রগ ছিরে যাবে গলার এ অবস্থা দেখে মুজিব সাহেব বললেন আজকে অফিস থেকে ফিরার সময় তোমার গলার জন্য কিছু একটা নিয়ে আসব কৃপণ সামির মুখে এ কথা মিসেস মুজিব তো হতবাক তিনি ভাবলেন এ সুযোগটা ছাড়া যাবেনা সংগে সংগে বলে ফেললেন অইযে ভেনাস জুয়েলারী তে যে নেক্লেসটা দেখেছিলাম না হুয়াইট গোল্ডের উপর গ্রীন স্টোন বসানো ওই সেট টা এনো আমার খুব পছন্দ হয়েছিল !!!

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।