আমাদের কথা খুঁজে নিন

   

সাকিব এখন ভারতে



আইসিসি এখন অফিসিয়াল বিজ্ঞাপন চিত্র তৈরি করতে ব্যস্ত। বিশ্বকাপ ক্রিকেটের অফিসিয়াল বিজ্ঞাপন চিত্রে শচীন আর মুরালিধরন মডেল হয়েছেন বহু বার। কিন্তু আইসিসি’র অফিসিয়াল বিজ্ঞাপন চিত্রে বাংলাদেশের কোন ক্রিকেটার অংশ নেয়ার ঘটনা এবারই প্রথম। বিশ্ব ক্রিকেটে শচীন আর মুরালিধরনের সঙ্গে এই মুহূর্তে উচ্চারিত হচ্ছে বাংলাদেশের সাকিবের নাম। সাকিব এবার আইসিসি’র অফিসিয়াল মডেল।আইসিসির অফিসিয়াল বিজ্ঞাপন চিত্রে সাকিবের সঙ্গে আরও তিন বিশ্বসেরা তারকা বিজ্ঞাপন চিত্রে অংশ নেবেন। বিশ্বসেরা অলরাউন্ডার সাকিব, বিশ্বসেরা ব্যাটসম্যান ভারতের শচীন টেন্ডুলকার আর বিশ্বের সেরা অফ স্পিনার শ্রীলঙ্কার মুরালিধরন-এই তিন তারকাকে দিয়ে ইন্টারন্যাশনাল ক্রিকেট কাউন্সিল (আইসিসি) দুই দিনব্যাপী একটি ভিডিও চিত্র তৈরি করার কাজ শুরু করে দিয়েছে।ভারতের মাটিতে বিশ্বকাপ ২০১১-এর অফিসিয়াল বিজ্ঞাপনের চিত্র তৈরি করা হবে এবং এই ভিডিও চিত্র বিশ্বকাপের এক মাস আগে থেকে বিশ্বজুড়ে প্রচার করা হবে। নতুন বছরে জানুয়ারি মাসের ১৫ তারিখ থেকে বিশ্ব জুড়ে আইসিসির বিশ্বকাপ প্রচারণার পদক্ষেপ হিসেবে অফিসিয়াল বিজ্ঞাপন প্রচার শুরু হবে।

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।

প্রাসঙ্গিক আরো কথা
Related contents feature is in beta version.