আমাদের কথা খুঁজে নিন

   

পরাজিত পদাবলী

আমার কবিতাকে কেউ যদি টুইটারে ফলো করান তাতে কোন আপত্তি নেই, তবে নিজের বলে চালিয়ে দেবার অপচেষ্টা ভুলেও করতে যাবেন না যেন!..shahed_ar7@yahoo.com

বর্ণিল সাগরের ফেনিল ঢেউয়ে আজ ভেসে চলছি আমি একা, চারিদিকে ধু ধু বিপুল জলরাশি যতদুর যায় দেখা। উত্তাল স্রোতের সনে আছড়ে পড়ছি কখনো সৈকতে, আঁধারে ভেসে যাচ্ছি ফের ক্রন্দন ভরা অতলের তলাতে। দেখছে সবাই আজ অস্তাচলে ঢলে পড়া রক্তিম তপস, শুনছে না তবু কেউ মম হাহাকার অমিশ্রা যেন করেছে আমায় গ্রাস। কিরণমালীর কিরণে যেথা চিকচিক করে বালি, যেতে চায় মন হেথা কষ্ট যত - সব ঝেড়ে ফেলি'। সিন্ধুতলের উত্থিত মাটি দুহাতে আকড়ে ধরি', ঘোলাজল বয় হেথা আমায় বিদ্রুপ করি'।।

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।