আমাদের কথা খুঁজে নিন

   

চতুর্থ জহুরুল হক-আবদুল্লাহ আল-মুতী স্মারক বক্তৃতামালা

অলসদের দিয়ে কী আর হয়। আলসেমি ছাড়া!

বাংলাদেশের জনপ্রিয় বিজ্ঞান আন্দোলনের পথিকৃৎ বিজ্ঞানী আ মু জহুরুল হক এবং ইউনেস্কো কলিঙ্গ পুরস্কার বিজয়ী বিজ্ঞান লেখক ও বিজ্ঞান আন্দোলনের পুরোধা ব্যক্তিত্ব আবদুল্লাহ আল মুতী শরফুদ্দিনের সম্মানে স্মারক বক্তৃতার আয়োজন করে বাংলাদেশ বিজ্ঞান জনপ্রিয়করণ সমিতি। ২০১০ সালের চতুর্থ আয়োজনে জীববিজ্ঞান বিষয়ে বক্তৃতা দেবেন বিশিষ্ট জিন বিজ্ঞানী, পাট, পেপে ও রবারের জিন‌-নকশা উন্মোচনকারী বাঙ্গালি বিজ্ঞানী ড. মাকসুদুল আলম। তাঁর বক্তৃতার উপজীব্য বায়োইনফরমেটিক্স: বাংলাদেশের শিক্ষা ও অর্থনীতির একটি টেকসই স্তম্ভ। সম্প্রতি দেশে পাটের জিননকশা উন্মোচনের মাধ্যমে বায়োইনফরমেটিক্সের বিপুল সম্ভাবনার দ্বার উদঘাটিত হয়েছে।

আলোচ্য বক্তৃতায় ড. মাকসুদ এ প্রযুক্তি কীভাবে দেশে গবেষণার শক্তি বাড়িয়ে শিক্ষার দৃঢ় বুনিয়াদ রচনার পাশাপাশি নতুন অর্থনৈতিক সম্ভাবনা সৃষ্ট করছে তা তুলে ধরবেন। স্মারক বক্তৃতার ভৌত বিজ্ঞান বিষয়ে বক্তৃতা দেবেন বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয়ের তড়িৎ কৌশল বিভাগের শিক্ষক ও ন্যানোপ্রযুক্তিবিদ ড. ফারসীম মান্নান মোহাম্মদী। ড. ফারসীম “ন্যানো: আগামী দিনের প্রযুক্তি” শিরোনামের বক্তৃতায় ন্যানোপ্রযুক্তির মাধ্যমে আগামী দিনের বদলে যাওয়ার বিষয়গুলো তুলে ধরবেন। আগামী ২১ নভেম্বর বিকেল ৪.৩০টায় ঢাকার পলাশী মোড়ের ফ্রেপড মিলনায়তনে এই বক্তৃতা অনুষ্টিত হবে। উল্লেখ্য এর আগে অধ্যাপক মুহম্মদ জাফর ইকবাল, অধ্যাপক হাসিনা খান, অধ্যাপক আতাউল করিম, ড. আবেদ চৌধুরী, ড. জেসমিন ও ড. রাগিব হাসান আগের তিনটি স্মারক বক্তৃতায় অংশ নিয়েছেন।

আমরা আশা করছি প্রফেসর হারুন অর রশীদ, প্রফেসর আলী আসগর, মুহম্মদ জাফর ইকবালসহ অগ্রসর বিজ্ঞানী এবং শিক্ষাবিদদের সঙ্গে বিপুল সংখ্যক আগ্রহী শিক্ষার্থী এই বক্তৃতামালায় যোগ দেবেন। স্মারক বক্তৃতা সবার জন্য উন্মুক্ত।


এর পর.....

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।

প্রাসঙ্গিক আরো কথা
Related contents feature is in beta version.