আমাদের কথা খুঁজে নিন

   

রোমার টানা চতুর্থ ড্র

জিততে পারেনি ইন্টার মিলানও। সাম্পদোরিয়ার সঙ্গে নিজেদের মাঠে শুরুতে এগিয়ে গেলেও শেষ পর্যন্ত রোমার মতো ঐ একই ব্যবধানে ড্র করেছে তারা।
আতালান্তার মাঠে গোলশূন্য প্রথমার্ধের পর ৫১ মিনিটে ডিফেন্ডার দাভিদে ব্রিভিয়োর গোলে পিছিয়ে পড়ে রোমা।
এর পরা বেশ কয়েকবার সমতায় ফেরার সুযোগ পেলেও আক্রমণভাগের ব্যর্থতায় হারের শঙ্কা জাগে রোমা শিবিরে। তবে নির্ধারিত সময়ের শেষ মুহূর্তে নেদারল্যান্ডসের মিডফিল্ডার কেভিন স্ট্রুটম্যানের গোলে মূল্যবান এক পয়েন্ট নিশ্চিত হয় লিগের শুরুতে টানা দশ ম্যাচ জয়ের রেকর্ড গড়া দলটির।

সেই সঙ্গে অক্ষত থাকে অপরাজিত থাকার রেকর্ডটিও।
অন্য ম্যাচে ঘরের মাঠ সান সিরোতে ১৮ মিনিটে আর্জেন্টিনার মিডফিল্ডার রিকার্দো আলভারেসের পাস থেকে ইন্টার মিলানকে এগিয়ে দেন কলম্বিয়ার মিডফিল্ডার ফ্রেদি গুয়ারিন।
নির্ধারিত সময়ের এক মিনিট বাকি থাকতে ব্রাজিলের মিডফিল্ডার রেনান ফার্নান্দেস গার্সিয়ার গোলে সমতা ফেরায় সাম্পদোরিয়া।
১৪ ম্যাচ শেষে রোমার পয়েন্ট ৩৪, ইন্টারের ২৭।
দিনের অন্যান্য ম্যাচে এসি মিলান ৩-১ গোলে কাতানিয়াকে এবং শিয়েভো ৩-০ গোলে লিভোরনোকে হারিয়েছে।

এছাড়া কাইলইয়ারি ২-২ গোলে সাসসুয়োলোর সঙ্গে ড্র করেছে।

সোর্স: http://bangla.bdnews24.com

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।