আমাদের কথা খুঁজে নিন

   

(সমগ্র বাংলাদেশ = পাঁচ টন) নাকি (সমগ্র বাংলাদেশ = নির্বাচন)

its again a long story

আমেরিকায় দুজন লোক কথা বললে একজন বলে গাড়ি নিয়ে তো আরেকজন বলে মুভি নিয়ে, দুজন ফ্রান্সের হলে একজন বলবে আর্ট এনড পেইন্টিং নিয়ে তো অনযজন স্কাল্পচার এনড মূরাল নিয়ে। আর আমার সোনার বাংলাদেশে একজন আওআমীলীগ হলে অনযজন .....................। উপরের শূনযস্হানটি পূরন করতে বললে এদেশের সবাই সেটার সঠিক উত্তর দিতে পারবে। কারন আমরা সবাই রাজনীতি সম্পর্কে ধারনা রাখি। বাংলাদেশ হল পৃথিবীর একমাএ দেশ যেখানে সমর্থক ও রাজনৈতিক নেতার অনুপাত অল্প : অসীম।

সবাই রাজার নীতি নিতী নিয়ে বযস্ত। কারন আমরা সবাই রাজা আমদের এই রাজার রাজত্বে। কেউ কেউ বলে অনয দেশেও নাকি রাজনীতি, নির্বাচন আছে। এই কিছুদিন আগে যুক্তরাজেয নির্বাচন গেলো, কি আশ্চঃর্য ওখানে নাকি আমাদের দেশের মত উন্মাদনা দেখা যায়নি। ওখানে আমার আত্নীয়ের সাথে কথা হয়েছে, তারাও ভোট দিয়েছে তবে কিনা সারা দিন সবকাজ বাদ দিয়ে নয়।

একই কথা বলেছে বিবিসি ও আর সব সংবাদ মাধযম। অদ্ভুত কথা হলো নির্বাচনের কথা জানানোর জনয দলগুলোকে নাকি সাধারন মানুষের কাছে যেতে হয়েছে। যত্তসব বোকার দল, দেশপ্রেম বলতে কিছুই নেই। এদিকে আমাদের দেশে দেখুন। রাজনীতি হচ্ছে সবচেয়ে বড় পেশা।

বহু লোকের কর্মসংস্হান হয়েছে এই পেশায়। জীবিকা অর্জনের জনয অনয কাজের পাশপাশি সবাই রাজনীতিতে নাম লেখাচ্ছেন কিছু বাড়তি সুযোগ ব আয়ের আশায়। আর আমাদের দেশের সংসদ নির্বাচন নিয়ে একটি মজার বিষয় হল এটি এখন পৃথিবীজুড়ে বাংলাদেশীদের সবচেয়ে বড় উতসবে পরিনত হয়েছে। ( প্রবাসীরা ভোট দিতে পারুক আর না পারুক আগ্রহ কিন্তু বিপুল) কিন্তু সবশেষে গভীর বেদনার সাথে একটি বিষয়ের দিকে দেশের প্রতিটি রাজনীতিবিদ কাম নাগরিকের দৃষ্টি আকর্ষন করছি, বিশ্ব বাঙালির প্রাণের উতসব সংসদ নির্বাচন উপলক্ষে আমরা মাএ একদিন ছুটি পাই। তাই আজ দেশবাশীর দাবি, এই ছুটি বাড়ানো হোক, সবচেয়ে ভালো হয় এর মেয়াদ বাড়িয়ে পরবর্তী নির্বাচনের দিন পর্যন্ত করা হলে, যাতে আমরা সবকাজ ফেলে রাজনীতি ও দেশপ্রম নিয়ে সারাবছর বযস্ত থাকতে পারি।

এ বিষয়ে আমরা দৃষ্টি আকর্ষন করছি যথাযথ কতৃপক্ষ, সরকার , বাজিকর......................আর যারা আছেন তাদের। যারা এ বিষয়ে আমার সাথে একমত তারা দাবি আদায়ের জনয আওআজ দিন।

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।