আমাদের কথা খুঁজে নিন

   

চর্যাগীতি এবং তার আধুনিক বাংলা রূপান্তর :পর্ব-০২

পথে নেমেছি; পথই আমায় পথ দেখাবে।
২। দুলি দুহি পিটা ধরণ ন জাই রাগ: গবড়া। কুক্কুরীপাদানাম্‌। কবি: কুক্কুরীপাদ দুলি দুহি পিটা ধরণ ন জাই।

রুখের তেন্তলি কুম্ভীরে খাঅ । । ধ্রু। । আঙ্গণ ঘরপণ সুন ভো বিআতী।

কানেট চৌরি নিল অধরাতী । । ধ্রু। । সুসুরা নিদ্‌ গেল বহুড়ী জাগঅ।

কানেট চোরে নিল কা গই মাগঅ । । ধ্রু। । দিবসই বহুড়ী কাউই ডরে ভাঅ।

রাতি ভইলে কামরু জাঅ । । ধ্রু। । অইসন চর্যা কুক্কুরীপাএঁ গাইড়।

কোড়ি মঝেঁ একু হিঅহিঁ সমাইড় । । ধ্রু। । ---------------------- (আধুনিক বাংলারূপ) দুলি১ দোহন করে পিটাতে২ ধরানো গেলনা।

বৃক্ষের তেতুল কুম্ভীরে খায়। । অঙ্গন ঘরের পানে, শোনগো বিআতী৩। কর্ণাভরণ চোরে নিল অর্ধরাত্রিতে। ।

শ্বশুর নিদ্রা গেল, বধূ জাগ্রত। কর্ণাভরণ চোরে নিল, কার কাছে গিয়ে মাগছ। । দিনে বধূ কাকের ভয়ে ভীত। রাত্রি হলে কামরু৪ যায়।

এইরূপ চর্যা কুক্কুরীপাদ কর্তৃক গীত হল। কোটির মধ্যে একের চিত্তে প্রবেশ করল। । ১ স্ত্রী-কচ্ছপ ২ বিবাহিত স্ত্রী (অবধূতী) ৩ দুগ্ধ দোহন পাত্র ৪ কামরূপ (কামের রাজা) ---------------------------- অধ্যাপক নীলরতন সেনের (১৯২৫-২০০০) "চর্যাগীতিকোষ" গ্রন্থ থেকে। গ্রন্থটির প্রকাশক- সাহিত্যলোক, ৩২/৭ বিডন স্ট্রীট, কলকাতা ৭০০০০৬।

চলবে...
 

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।