আমাদের কথা খুঁজে নিন

   

শাহাবাগ নিয়া অনেক আশা ছিল।কিন্তু লেবু বেশি কচলাইলে যেমন তিতা হয়,শাহাবাগ এর হইছে এই অবস্থা

অতি জ্ঞানিরা আমার ব্লগ থেকে দূরে থাকেন। শাহাবাগ নিয়া অনেক আশা ছিল। কিন্তু লেবু বেশি কচলাইলে যেমন তিতা হয়,শাহাবাগ এর হইছে এই অবস্থা। সবাই রাজাকার এর বিচার চায় কিন্তু তা শুধু জামাতের কেন, আওযামীলিগ আর বিএনপির দলীয় রাজাকাররা কি যুদ্ধের সময় আংগুল চুসছে। আর এখন যদি ট্রাইবুনাল ফাসীর আদেশ দিতে পারে অথবা দিবে, আগে কেন দেয় নাই।

জনমত এর চাপে যদি এখন ফাসি হয় তবে কি এইটা ফেয়ার বিচার হয়,নাকি আন্তর্যাতিক মন্ডলে এই বিচার কে কেউ ফেয়ার বিচার বলবে। (যুক্তি দিয়া বুঝেন আবেগ দিয়া না) জামাতকে আজকে কেন আরো আগেই ডলা দেয়া উচিত ছিল,কিন্তু আওয়ামীলিগ আথবা বিএনপি দুই দলই ক্ষমতার লোভে তাদের সাথে জোট করেছে। আওয়ামীলিগ কিসের বালের স্বাধীনতার সপক্ষের শক্তি,শেয়ার বাজার ধস,পদ্মা সেতু দুর্নীতি,সাগর রুনী হত্যা,হলমার্ক,ডেস্টিনী,বিশ্বজিত হত্যা এই গুলা কি অন্য কেউ করছে। আমরা কেন এই ইস্যু গুলাতে এক হই নাই কিংবা এখন সোচ্চার হচ্চি না। আমারা আমদের আসল উদ্দেশ্য থেকে দূরে গিয়া এখন ছগু হান্ড এন্ড ফাইট ,নাস্তিক আস্তিক এই সব নিয়া আছি।

আপা আর ম্যাডাম দের মত বেলুন না উড়ায়া ঐটাকা একজন মুক্তিযোদ্ধার জন্য খরচ করলে বলতাম না আমরা আসলেই অন্যরকম আন্দোলন করছি। আন্দোলোন হবে আন্দলনের মত,যেখানে দলের আগে দেশ হবে। জয় বাংলা জয় বাংলা কইয়া গলা ফাডায়া ফেললেও বাংলার জয় এই ভাবে হবে না। ।

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।