আমাদের কথা খুঁজে নিন

   

শাহাবাগ এবং বি,এন,পি

কি আর বলব কিছু লিখলেই হয় ছাগু না য় ভাদা বইলা গালি খাইতে হইব......। তয় আমি যা সত্য তাই লেখুম কারন আমি ভাদা ও না ছাগু ও না, আমি বাংলাদেশী। শাহবাগে আন্দোলন শুরু হওয়ার পর অনেকেই দুর-দুর, আজাইরা বলার পরে ধীরে ধীরে একাত্বতা ঘোষনা করলেন! কিন্তু দিন গড়াতে লাগলেও বি,এন,পি প্রথম থেকেই সাজানো নাটক বলে দাবী করতে লাগলো! এরমাঝে টিভি চ্যানেলগুলার টক শোতে তাদের বিভিন্ন নেতারাও এটা সরকারে সাজানো বলে ইনিয়ে বিনিয়ে বলার চেষ্টা করেই গেলো! অবশেষে ৮/৯ দিনে এসে তারা আন্দোলনের সাথে একাত্বতা ঘোষনা করলেও তাদের বেশ কিছু নেতা আবার বিভিন্ন জায়গায় এটাকে সাজানো বলেই দাবী করতে লাগলো! যে দলের নিজেদের ভেতরি মতের কোনো আগা মাথা নাই তারা আর কি..? যাই হোক তাদের ধরি মাছ না ছুই পানি/সাপ ও মরলো লাঠিও ভাংলোনা টাইপ সাপোর্টের সাথে সাথে টিভি চ্যানেলগুলার টক শোতে বিভিন্ন দাবিও তুলতে লাগলো, যেগুলোকে এই আন্দোলনের সাথে যুক্ত করা হোক। যেমন- ১। তত্বাবধায়ক সরকার।

২। পদ্মা সেতুর দূর্নিতি। ৩। শেয়ার বাজার । ৪।

হলমার্ক । ......ইত্যাদি... ইত্যাদি..... ইত্যাদি। এখন আমার কথা হচ্ছে শাহাবাগে দাবি একটাই "যুদ্ধাপরাধী" দের ফাঁসি। তাহলে এরসাথে উপরের ঐগুলো যোগ করা কি আদৌ দরকার আছে? তাতে কি আন্দোলনের মূল উদ্দ্যেশ্য ক্ষতিগ্রস্থ হওয়ার একটা সম্ভাবনা থেকে যায় না? আর সকল ব্যাপারে যদি জনগনকেই মাঠে নামতে হয় তাহলে দেশে বিরোধী দল/এম,পি/রাজনৈতিক নেতা থাকার দরকার কি? এক সরকারী দল থাকুক তারা যদি কোনো ভূল/অন্যায় করে তবে জনগনই আন্দোলন করে তার সমাধান করবে! আমার কথার মানে এই নয় যে "তত্বাবধায়ক সরকার" এর দাবী কোনো অযৌক্তিক কিছু। কারন এই "তত্বাবধায়ক সরকার" ব্যবস্থাটা আমাদের দেশে সবার কাছেই গ্রহন যোগ্য।

কিন্তু এটা তো বিরোধী দলকেই আদায় করে নিতে হবে! কারন গত নির্বাচনে সি,ই,সি হটাও আন্দোলন তো আওয়ামিলীগ নিজেই করে দাবী আদায় করে ছেড়েছে! কই তখনতো জনতার রাস্তায় নামার প্রয়োজন পরে নাই তাহলে এখন কেনো ? নিজেদের ন্যায্য দাবী যদি আদায় করতে না পারেন তাহলে আর কথা বাড়িয়ে লাভ কি? চুপচাপ বসে থাকুন! আর অনেকেই বলে থাকেন যে আওয়ামিলীগের মণ্ত্রীসভায় ও রাজাকার আছে, তবে তার বিরুদ্ধে যুদ্ধাপরাধের মামলা কেনো করছেন না (আমি ঠিক নিজেও জানিনা এই মামলা যে কেউ করতে পারে কিনা?) আপনারা ? তবে কি আমরা সত্যিই ধরে নেবো যে আপনারা (বি,এন,পি) আসলেই যুদ্ধাপরাধীদের বিচার চান না?????????????????????????????? একজন বাংলাদেশী হিসেবে এটুকু জানতে চাওয়া নিশ্চই অপরাধ হবে না আমার....??????????????????? ।

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।