আমাদের কথা খুঁজে নিন

   

শাহাবাগ গণজাগরন না আরো কিছু

গণমানুষ এর স্বতস্ফুততা দেখে বার বার মনে হচ্ছে আমরা এই প্রজন্ম ফুরিয়ে যাইনি। সত্যি কথা বলতে কী ৯০-পরবতী সময়ে যুব সমাজ হারিয়ে গিয়েছিল/ তাদের মেরুদন্ড শীণকায় হয়ে গিয়েছিল। ঘুনে ধরা রাজনীতির করাল গ্রাস শেষ করে দিয়েছিল। এই জাগরন না হলে বুঝতাম না চেতনা হারায়নি, বুঝতাম না বিবেক বলে কিছু আছে এখনও। Simply I Salute them. নিজেকে কয়েকটি প্রশ্ন করার আছে আমার …. ১. স্বাধীনতার ৪২ বছর পর আমাদের মনে হল অপরাধীদের সাজা হওয়া দরকার; আগের প্রজন্মগুলোর কেন একবারের জন্য মনে হয়নি ১৯৭১ যারা স্বাধীন বাংলা কে অস্বীকার করেছিল তাদের এদেশে থাকার কোন অধীকার নাই। ২. যে লোকগুলো স্বাধীন বাংলা চাইতো না তারা কিভাবে এই মাটিতে দাড়িয়ে থাকে? ৩. কীভাবে তারা এ দেশের নাগরিকত্ব পেয়েছে, রাজনীতি করার অনুমতি পেয়েছে, কীভাবে আমাদের পতাকা তারা গাড়িতে বয়ে বেরাতো, যে পতাকার অস্তিত্ব তারা অস্বীকার করেছিল, অথচ আমাদের চোখের সামনে সব ঘটেছে। একজন নামীদামী রিপোটার বলছিলেন তাদের ব্যথতা ঢেকে এই প্রজন্ম কী পারবে এগিয়ে যেতে, তাদের বলতে চাই আর কত ব্যথ হবেন? আমরা যদি স্লো স্পিডের মডেম দিয়ে মানবতার এ সংগ্রাম শুরু করতে পারি, দিনের পর দিন ক্ষোভ আর প্রতিবাদসহ খোলা আকাশের নিচে দাড়িয়ে খাকতে পারি তবে আপনাদের কাছে আধুনিক মশি, মাইক্রোফোন আর ক্যামেরা দিযে তা পারবেন না কেন??

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।