আমাদের কথা খুঁজে নিন

   

প্লেনে কখন ঘুম আসে?

আমার ব্যক্তিগত ব্লগ

ঢাকা থেকে কোলকাতা যেতে খুব বেশি সময় লাগে না। ৩০ মিনিট। আবার পাইলট বেশি ভাল হলে ২৫ মিনিট। শাফিন যেতে আসতে দুবারই প্লেনে চড়া খুব এনজয় করেছে। কিভাবে মাটি থেকে উঠে, আকাশে উঠে নিচের ঘরবাড়ি দেখা যায়, প্লেন থেকে মেঘের উপর উঠে আকাশ দেখা।

সবই খুবই মনোযোগ দিয়ে জানালা দিয়ে দেখেছে। প্লেন যখন উপরে উঠে অনেক জোরে চলে, শাফিন ভয় পেয়ে কয়েকবার বলল, আম্মা আছে, আম্মা আছে। (ওর বাপ বলে, শাফিন বলছে, আল ইজ ওয়েল) তবে কেন যেন দুবারই (যাওয়া, আসা) প্লেন নিচের নামার ঠিক আগে ঘুমিয়ে পড়েছে। আমার মনে হলে নিচে নামার অনুভুতিতে ওর ঘুম এসেছে। এয়ারপো্র্টে নামার পর ঘুম ভেংগে খুবই অবাক হয়েছে।

আমাকে ১০০বার করে জিগ্যেস করলো, প্লেন নেমে গেছে? ঠাস করে পরে গেছে? আমি অনেক বার বোঝালাম প্লেন ঠাস করে না, আসতে করে নেমেছে। তারপরও হোটেলে কয়েকবার বলল, প্লেন ঠাস করে নেমে গেছে। দেশে ফিরে নানাভাইকে গল্প করলো প্লেন ঠাস করে নিচে নেমে গেছে। আসলেই তাই, শাফিনের একটু চোখটা লেগেছে আর প্লেন নিচে নেমে গেছে, একটু অপেক্ষা করলো না?

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।

প্রাসঙ্গিক আরো কথা
Related contents feature is in beta version.