আমাদের কথা খুঁজে নিন

   

প্লেনে ল্যাপটপের ব্যাটারি বহন বিষয়ে নতুন আইন



নতুন বছরের শুরুতেই বিমানে ব্যাটারি বহনের নতুন নিয়ম আরোপ করেছে এফএএ। যেগুলো গত দুই বছর ছিল আলোচনার বিষয়। এ নিয়মগুলো ১ জানুয়ারি থেকে কার্যকর করা হয়েছে। মোবাইল, ক্যামেরা বা ল্যাপটপে ব্যবহৃত লিথিয়ামের তৈরি ব্যাটারির ক্ষেত্রে নিয়মগুলো প্রযোজ্য, যা নিকেল বা অ্যালকালাইনে তৈরি ব্যাটারির জন্য নয়। যতো খুশি ব্যাটারি নেয়া যাবে, কিন্তু প্রতিটি ব্যাটারিতে ৮ গ্রামের কম লিথিয়াম থাকতে হবে।

কিন্তু আপনি নিশ্চিত হবেন কিভাবে আপনার ব্যাটারিতে ৮ গ্রামের মতো লিথিয়াম আছে? এ জন্য আপনাকে আপনার ব্যাটারির পেছনে লেখা ভোল্টেজ রেটিং এবং এমএএইচ লেখাগুলো দেখতে হবে। একটা ৮ গ্রাম ব্যাটারি সাধারণত ১০০ ওয়াট ঘণ্টা শক্তি সঞ্চয় করে। ভোল্টেজ এবং এমএএইচ গুণ করে ১০০০ দিয়ে ভাগ করলেই আপনি পেয়ে যাবেন আপনার ব্যাটারির ক্ষমতা (ওয়াট ঘণ্টায়)। যেমন : কোনো ব্যাটারি ১১.১ ভোল্ট এবং ৭৮০০ এমএএইচ হলে ভোল্ট এবং এমএএইচ-এর গুণফল (১১.১ * ৭৮০০) কে ১০০০ দিয়ে ভাগ করলে হয় ৮৬.৫৮ ওয়াট ঘণ্টা। তাহলে এ ব্যাটারি বহন করা যাবে।

নতুন নিয়ম মতে ১০০ ওয়াট ঘণ্টা এর ওপর ক্ষমতা সম্পন্ন লিথিয়াম আয়ন দিয়ে তৈরি ব্যাটারি ব্যবহার করা যাবে না। তবে এফএএ-এর নতুন নিয়ম অনেকের মধ্যে বিতর্ক তৈরি করছে।

সোর্স: http://www.somewhereinblog.net     দেখা হয়েছে বার

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।

প্রাসঙ্গিক আরো কথা
Related contents feature is in beta version.