আমাদের কথা খুঁজে নিন

   

বাদুড়টা আমার সামনে ছটফট করতে করতে মরে গেল। আমি কিছুই করতে পারলাম না ... (কিছু বিচ্ছিন্ন ঘটনা এবং ছবি নিয়ে একটি পোস্ট)

এই পৃথিবীতে শুধুমাত্র দুই রকমের মানুষ আছে। ভালো মানুষ যারা ভালো কাজ করে। আর খারাপ মানুষ যারা খারাপ কাজ করে। এটাই মানুষদের মধ্যে একমাত্র পার্থক্য। আর কোন পার্থক্য নেই... আমি ভাল মানুষ...☺☺☺

কম্পিউটারে বসে ব্লগের একটা পোস্টে কমেন্ট লিখছিলাম।

হঠাৎ মাথার উপরে একটা শব্দ শুনলাম। মনে হলো সিলিং ফ্যানের সাথে কিছু একটা বাড়ি খেয়েছে। আমার বামপাশ থেকে কিছু একটা উড়ে গিয়ে ফ্লোরে পড়লো। একমূহুর্ত তাকিয়েই জিনিসটাকে চিনে ফেললাম। ছোট্ট একটা বাদুর।

বয়স বেশি হয়েছে বলে মনে হয়না। শরীরটা বিড়ালের মতো। দেখে একটু ছুতে ইচ্ছা করলো। কিন্তু ইচ্ছাটাকে দমালাম। বেচারার খুব কষ্ট হচ্ছিল।

খুব ছটফট করছিল। আমি সম্মোহিতের মতো তাকিয়ে দেখতে লাগলাম প্রাণীটিকে। খুব সুন্দর দেখতে। আস্তে আস্তে ছটফটানি কমে এলো। পাখা দুটো ভাজ হয়ে শরীরের সাথে লেগে গেল।

। । খারাপ লাগছিল। কি কারণে জানিনা আমাদের বাসায় উড়ন্ত প্রাণীদের আনাগোনা খুব বেশি হয়। কিন্তু বেশিরভাগ ক্ষেত্রে কেন যেন তারা বাচেনা।

আবার অনেকসময় দেখা যায় কোন একটা বিশেষ কাজে আসে এবং কাজটা শেষ হলেই চলে যায়! আমাদের বাসার বাথরুমে গত দুই বছরে তিনটা ডিমওয়ালা মাকড়সা এসেছে এবং ডিম দিয়েছে। ছোটবেলার একটা দৃশ্য খুব মনে আছে। মাদারীপুরে থাকতে ঘটেছিল। অসংখ্য ছোট ছোট প্রাণী দেখেছিলাম। আম্মুকে জিজ্ঞেস করার পরে আম্মু বলেছিলেন, "গতকালকে ডিম্ওয়ালা যে মাকড়সাটাকে দেখেছিলি না? এগুলো সেটার বাচ্চা।

" এবারের ঘটনাটা একটু মিরাকলের মতো মনে হতে পারে। কিন্তু সত্যি। শবে মেরাজ/শবে বরাত/শবে কদর। ঠিক মনে নেই কোন রাত্রিটা। আমার আম্মু ড্রয়িং রুমে জায়নামাজ বিছিয়ে নামাজ পড়ছিলেন।

ঠিক সামনেই দেয়াল। হঠাৎ দেখলাম রাতের বেলা একটা প্রজাপতি ঠিক তার সামনের দেয়ালটায় এসে বসলো! এতো সুন্দর প্রজাপতি আমি আমার জীবনে ঐ একটিবারই দেখেছি। ক্যামেরা থাকলে অবশ্যই ছবি তুলে রাখতাম। নীল রংয়ের প্রজাপতি। শরীরে সাদা সাদা গোল ফোটা।

ক্যামেরা থাকলে অবশ্যই ছবি তুলে রাখতাম। প্রজাপতিটা ঐ একই জায়গায় দুইদিনের মতো ছিল। তারপর একদিন উড়ে গেল। দেখলাম সেখানে কয়েকটা ডিম পড়ে রয়েছে। এই বাসায় আসার পর থেকে দুটো প্রজাপতিকে ঘরে ঢুকতে দেখেছি।

একটা কখন যেন চলে গেছে। আর আরেকটার দেহ পেয়েছি আম্মুর রুমে। মেঝেতে পড়ে ছিল। রাতে যখন সবাই ঘুমিয়ে ছিলাম তখন সিলিং ফ্যানে বাড়ি খেয়েছে। এই বাড়িতে আসার পর থেকে ৩টা বাদুরের আসার কথা শুনেছি।

নিজের চোখে দেখেছি এই একটাই। যেটার কথা উপরে লিখলাম। বাকি দুটোর কি হয়েছে সেব্যাপারে জানিনা। তবে মনেহয় এসে কিছুক্ষণ থেকে আবার চলে গেছে। এই বাদুড়টা মারা যাওয়ার পরে খুব খারাপ লেগেছে।

ঠিক করেছি কাল সকালে এটার দেহটাকে নিয়ে বারান্দায় রেখে দেব। কোন পাখি এসে হয়তো নিয়ে যাবে। প্রজাপতির একটা মৃতদেহ পেয়েছিলাম। ঐটার এই কাজই করেছি। কিছু ছবি তুলেছিলাম এই বাদুড়টার।

পোস্টে দিয়ে দিলাম... যারা খুব কাছ থেকে বাদুড় দেখেননি তাদের দেখার শখ মিটবে। আর আমার কাছেও ছবিগুলো থাকলো। । । Click This Link Click This Link Click This Link Click This Link Click This Link


অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।