আমাদের কথা খুঁজে নিন

   

অলৌকিকতার উপপাদ্য



***এই পোস্টটি কাউকে আঘাত দেবার জন্য না বা কারো বিশ্বাসকে কটাক্ষ করার জন্য না। এই পোস্টের ভিতর দিয়ে আমি দেখাতে চেয়েছি যে কত সহজেই অলৌকিকতা খুঁজে পাওয়া যায়। শুধু আপনার মাইন্ডসেট থাকতে হবে অলৌকিক কিছুর জন্য। *** ==================== আয় আয় চাঁদ মামা টিপ দিয়ে যা চাঁদের কপালে চাঁদ টিপ দিয়ে যা। ধান ভানলে কুঁড়ো দেব মাছ কাটলে মুড়ো দেব কাল গাইয়ের দুধ দেব দুধ খাবার বাটি দেব চাঁদের কপালে চাঁদ টিপ দিয়ে যা।

উপরে একটা প্রচলিত ছড়া দেয়া হ’লো। আমি এই ছড়ার ভিতর থেকে কিছু অলৌকিক সংখ্যাতাত্ত্বিক মিল খুঁজে বের করবার চেষ্টা করেছিলাম। কি আশ্চর্য ব্যাপার, আমি কিছু অলৌকিক সংখ্যাতাত্ত্বিক মিল খুঁজেও পেয়ে গেলাম। ১.ছড়াটার ভিতরে “চাঁদ” শব্দটি এসেছে মোট ৭ বার, এবং কিছু দেবার প্রসঙ্গ এসেছে সাত বার। কি অদ্ভুত মিল।

যতবার চাঁদের উল্লেখ ঠিক ততবারই দেয়ার প্রসঙ্গ। ২.৭ বার চাঁদের উল্লেখের মাধ্যমে সপ্তাহে কয় দিন সেটাও প্রমাণিত হয়ে যায়। ৩.“টিপ দিয়ে যা” বাক্যটা এসেছে ২ বার। কি আশ্চর্য, টিপ শব্দটা লিখতেও দুইটি অক্ষর লাগে। ৪.দুধ শব্দটা এসেছে ২ বার।

দুধ শব্দ লিখতেও দুইটি অক্ষর লাগে। আশ্চর্যজনক নয় কি? ৫.মাত্র একবারই আয় আয় বলে চাঁদকে আহ্বান করা হয়েছে। চাঁদের ১৫ দিনের সাইকেলে পুর্ণিমা মাত্র একবারই আসে। ৬.ছড়াটিতে ১০টি লাইন বা পংক্তি আছে। নতুন চাঁদ আর অমাবস্যার আগের রাতের ক্ষয়িত চাঁদ খুব কম সময় আকাশে দেখা যায়, এবং অমাবস্যার রাতে চাঁদ দেখা যায় না।

মোট ১৩। বাকি দুই রাত চাঁদ সবচে উজ্জ্বল থাকে। মোট ১৫। চাঁদের ১৫ দিনের সাইকেল কি অলৌকিক ভাবে বর্ণনা করা হয়েছে। ৭.কাল শব্দটি এসেছে একবার।

আর কে না জানে অমাবস্যার কাল রাতের কথা, যেটা ১৫ দিনের সাইকেলে একবারই আসে? ================================= সাধারণ একটা প্রচলিত ছড়ার ভিতরে অলৌকিকতা খুঁজে পেতে আমার কোনই সমস্যা হয়নি, তার কারণ একটাই। আমি মনে মনে ধরে রেখেছিলাম এই ছড়ার ভিতরে অলৌকিক কিছু খুঁজলে বের হবেই। আসলে এই ছড়া অলৌকিক নয়। এই মিল গুলো পুরোটাই কাকতালীয়। ঠিক একই ভাবে বিভিন্ন ধর্মগ্রন্থ থেকে পাওয়া মিল গুলো আসলে অলৌকিক কিছুই না।

সাধারণ আস্তিক মনের প্রি মাইন্ড সেট এবং কাকতালীয় কিছু মিল।

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।