আমাদের কথা খুঁজে নিন

   

বিরক্তির চূড়ান্ত ! আর জ্বালাস নে তো!

কোনও একদিন বছর গেলে শুনি কোথাও সে বৃক্ষ হতে চেয়ে চেয়ে হয়েছেও, আমি ঘাস, ঘাসই রয়ে গেছি, ফুল ফোটাই, দিনভর আকাশ দেখি, বাঁচি।

পালাবি কোথায়? ইলেক্সনে তো জিততে পারবি না, এখনই মাছের মায়ের কান্না শুরু করেছিস! এত ভয় তোর? সুন্দরী রানীমাতা প্রাসাদছাড়া হয়েছেন, এখন মানুষকে ধোঁকা দিতে হৃদয়বতী নারী সেজেছেন। আহারে সাধু নারী, কিছুই বোঝেন না আপনি! আপনার হৃদয় তো মোমে বানানো, একটু আগুনের তাপ লাগলেই গলে জল হয়ে যায়। সেই জলে বাংলাদেশের রাস্তাঘাটে বন্যা শুরু হয়, আর নিরীহ গোবেচারা মানুষগুলো ভেসে যায়। তুই বেটি রাজাকারদের আশ্রয় দিস, কি করে মনে করিস তোকে বাংলাদেশের মানুষ আশ্রয় দেবে? তুই জাহান্নামে যা, কার তাতে কি? জাহান্নামে না পারিস, হলিউডে যা! কুইন এলিজাবেথের চরিত্রে অভিনয় কর! বাংলাদেশের মানুষকে আর জ্বালাস নে,এবার একটু রেহাই দে! যথেষ্ট হয়েছে, আর কতকাল একই গান গাইবি? বিরক্তি ধরে গেছে সবার! আমাদের আর বিরক্ত করিস না, এবার একটু রেহাই দে!

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।

প্রাসঙ্গিক আরো কথা
Related contents feature is in beta version.