আমাদের কথা খুঁজে নিন

   

ইলাস্ট্রেটরে হাফটোন ইফেক্ট তৈরী

GIVE ME YOU! I EARNED IT...

আমার আর্টওয়ার্কে হাফটোন ইফেক্ট দেয়াটা খুব দরকার ছিল। কিন্তু ইলাস্ট্রেটরে হাফটোন ইফেক্ট দেয়াটা খুব ঝামেলা। ইন্টারনেট থেকে অনেক হাফটোন প্যাটার্ন নামিয়েও কাঙ্ক্ষিত ফলাফল পাচ্ছিলাম না। তাই শেষ পর্যন্ত নিজেই আবিষ্কার (!) করে ফেললাম পদ্ধতিটা। প্রথমে একটা খালি ডকুমেন্ট ওপেন করুন।

এবার Ctrl+" চাপুন গ্রিড ভিউ করানোর জন্য। L চেপে অথবা টুলবার থেকে elliptical tool টি নিন। Shift চেপে রেখে একটি বৃত্ত আঁকুন। এবার মুভ টুল (V) সিলেক্ট করে বৃত্তটি এমনভাবে বড়-ছোট অথবা মুভ করান যেন এটি একটা গ্রিডের ভেতর সুন্দর করে এঁটে যায়। এবার Alt চেপে ধরে বৃত্তটিকে একটা গ্রিড খালি রেখে পরবর্তী গ্রিডে মুভ করান, Alt ধরে রাখার কারনে কপি হবে।

এই পদ্ধতিতে নিচের মত একটা শেপ বানান। ঠিক উপরের মত হলে M চেপে Rectangle Tool নির্বাচন করুন। বৃত্তগুলো যে যে গ্রিডে আছে তার সবগুলো বরাবর একটি চতুর্ভূজ আঁকুন। চতুর্ভুজটি সিলেক্ট থাকা অবস্থায় Ctrl+Shift+[ চাপুন, এতে চতুর্ভুজটি বৃত্তগুলোর নিচে চলে যাবে। এখন সবগুলো অবজেক্ট সিলেক্ট করুন।

পাথফাইন্ডার টুলবার (Ctrl+Shift+F9) থেকে Exclude সিলেক্ট করুন। ফলাফল হবে বৃত্তের অংশগুলো চতুর্ভুজ থেকে কেটে যাবে। পুরো অবজেক্টটি সিলেক্ট থাকা অবস্থায় এর স্ট্রোক শূন্য করে দিন। তাহলে নিচের মত দেখাবে। এখন আবার Shift চেপে ধরে রেখে পুরো অবজেক্টটিকে খুব ছোট করে ফেলুন।

এই ছোট অবজেকটিকে Swatches পানেলে ড্র্যাগ করে এনে ছেড়ে দিন। দেখবেন নতুন একটি সোয়াচ তৈরী হয়েছে। (আপনার কাজের সুবিধার জন্য এই সোয়াচটি সেভ করে রাখতে পারেন। এজন্য সোয়াচ প্যানেলের ডানপ্রান্তে কোনায় অপশন বাটনে ক্লিক করে Save swatches as AI... নির্বাচন করে হার্ডডিস্কে কোথাও সেভ করে রাখুন। প্যানেলে দৃশ্যমান সবক'টি সোয়াচ একটি AI ফাইল হিসেবে সেভ হবে।

পরে আপনি যেকোন সময় সোয়াচ প্যানেল থেকে উক্ত লাইব্রেরীটি উত্তোলন করে প্যাটার্নটি ব্যাবহার করতে পারবেন। ) এখন হাফটোন প্যাটার্নটি কেমন কাজ করে তা দেখা যাক। যেকোন একটি অবজেক্ট আঁকুন। সাদা ছাড়া অন্য যেকোন রঙ দিয়ে ফিল করুন। Ctrl+C চেপে কপি করে Ctrl+F চাপুন।

এতে আগের শেপটির ঠিক উপরেই কপি হবে। এখন উপরের শেপটি সিলেক্ট করে তাতে আমাদের তৈরী করা সোয়াচটি প্রয়োগ করুন। নিচের মত হবে। Opacity বাড়িয়ে কমিয়ে আপনি আপনার পছন্দমত ফলাফল পাবেন। এ পর্যন্ত এটাই আমার কাছে সবচে সহজ হাফটোন ইফেক্ট মনে হয়েছে।


অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।

প্রাসঙ্গিক আরো কথা
Related contents feature is in beta version.