আমাদের কথা খুঁজে নিন

   

ফেসবুক ফ্যান পেজ আকর্ষণীয় করে তুলুন!!


নিচের ছবি দুটো দেখুন। একটি ফ্যান পেজ এর ছবি। কোনটি বেশি আকর্ষণীয়? দেখুনতো!! আমার ধারণা প্রথম টি। সাধারণত,একটি পেজ এর ডিফল্ট ভিউ এর "Wall" । ইদানিং উঁচু মাত্রার ফ্যান পেজ গুলোতে এমন কাস্টমাইজড ট্যাব দেখা যায়।

অত্যন্ত সহজ উপায়ে আপনি তা করতে পারেন। নীচের ছবিগুলো অনুসরণ করুন (যদি অসুবিধা না হয় তাহলে পোস্টের শেষে দেয়া ছবি গুলো ডাউনলোড করে নেবেন। ব্লগ এর ছবি গুলো অষ্পষ্ট। ) *1 নং ছবি অনুযায়ী যেকোন ফ্যান পেজ এ ক্লিক করুন। *2 নং ছবি অনুযায়ী ফ্যান পেজ টি লোড হবার পর পেজ এর নীচে বাম দিকে "create a page for my business " লিন্ক এ ক্লিক করুন।

*3 নং ছবির মত একটি পেজ আসবে। local business সিলেক্ট করে পেজ এর একটি নাম দিন (উদাহরণ "blue ocean cafe")। বক্স এ টিক দিয়ে "create official page" চাপুন। *4 নং ছবির মত একটি পেজ আসবে। create page চাপুন।

*পরবর্তীতে আপনাকে আপনার মূল পেজ এ নিয়ে যাবে। *5 নং ছবির মত এবার "edit page" চাপুন। *6 নং ছবির মত একটি পেজ আসবে। "applications" চাপুন। *7 নং ছবির মত একটি পেজ আসবে।

পেজ এর নীচের দিকে "applications you may like" হেডিং এর নীচে "static fbml" নামে একটি application পাবেন। "go to application" চাপুন। *8 নং ছবির মত একটি পেজ আসবে। "add static fbml" চাপুন। কাজ প্রায় শেষ!! *9 নং ছবির মত পুনরায় আপনাকে আপনার মূল পেজ এ নিয়ে যাবে।

"edit page" চাপুন। *10 নং ছবির মত পুনরায় "applications" চাপুন। *11 নং ছবির মত আপনার applications পেজ এ এবার "FBML 1" নামে application পাবেন। "go to application" চাপুন। *12 নং ছবির মত একটি পেজ আসবে।

*13 নং ছবির মত "box title" ও " fbml" বক্স দুটোয় যা লেখা তা লিখুন। অবশ্যই অবশ্যই save changes চাপুন। *14 নং ছবির মত আপনার দেয়া নাম এ রাইট বাটন ক্লিক করে " open link in new tab" চাপুন। *15 নং ছবির মত আপনার পেজ টি আসলে "Wall"," Info" এসব ট্যাব এর পাশে "WELCOME" ট্যাব না থাকলে এভাবে ট্যাবটি >> চিহ্নটি তে ক্লিক করে "WELCOME" ক্লিক করুন। *16 সাধুবাদ যদি 16 নং ছবির মত পেজ টি আসে!! দেখুন,আপনি যা লিখেছিলেন তাই এসেছে!! পরবর্তী পর্বে রয়েছে নীচের ছবিটির মত ছবি সংযোজন,লিন্ক সংযোজন,বিভিন্ন আকারের ও রং এর লেখার টিউটোরিয়াল।


 

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।

প্রাসঙ্গিক আরো কথা
Related contents feature is in beta version.