আমাদের কথা খুঁজে নিন

   

খুজছি

সমস্ত প্রাগ কথন,,অনির্ধারিত কিছু শব্দ..

আমি আমাকে খুজি নিরন্তর যখনই ক্লান্তি আমায় বসত করে নিদ্রাপথে-যেখানে সময় নেয় স্লোগান মুখরিত মুখরিত স্লোগান। চারপাশ থেকে দফায় দফায় স্লোগান লাঠি শোটা বল্লমের মিছিল সেই খানে আমি আমাকেই খুজি অনর্গল। শহর জন্জালে লেগে থাকা কোন শুয়রের লেজ কাটা নাচনের নির্বিকার রাজাকার কিংবা অসম্ভব কোন পরকিয়ার কোরবানের পশু নিজ সন্তান অথবা কোন ললুপ হার কাপানো সম্ভোগের অলস পরে থাকা- আমি সেখানে খুজি আমাকে ক্লান্ত হিন পথ। তপ্ত পিচের পিচ ডলা টায়ারের দগ্ধ কালো দাগ কিংবা তার আচলের লেগে থাকা চুম্বনের টক টকে লাল রং অবিনশ্বর চিবুকের তলায় ছিন্ন বিছিন্ন লোমের ডগায় লেগে থাকা ঘাম ঝিক মিক আমি সেখানেও খুজি আমাকে আনেকটা পথ। ছয় নম্বর বাস কিংবা অসহ্য রকম চাওয়ার সাড়াদিনের একটুকরো রুটি অথবা বুজ্জায়াদের চায়নিজে কিংবা নষ্ট কোন নারীর গা থেকে জন্ম নেওয় সদ্য শিশু একটু একটু করে ছেড়ে যাওয়া অক্সিজেন আমি সেখানেও খুজি আমার সবদাহ আজিবন। পৌষের রাঙ্গা রদ্দুর একটু একটু করে পরে যেখান টাতে একটু একটু করে আদর দেয় শেষ পূর্ণিমার রাতে, শেয়ালের ডাক হুক্কা হুয়া ডাকে অনর্গল সঙ্খিনির মুখ গুজে থাকে নিল কন্ঠে সেই খানে আমিই খুজি আমাকে অন্তহিন পথ

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।