আমাদের কথা খুঁজে নিন

   

ফটোপোস্ট তয় আমার না - বেস্ট ইউরোপীয়ান ওয়াল্ডলাইফ পিকচার উইনার্স ২০১০

সামু কি ছিল, আর কি হয়ে গেল !

সোসাইটি অফ জার্মান ন্যাচার ফটোগ্রাফার থেকে বেস্ট ইউরোপীয়ান ওয়াল্ডলাইফ পিকচার উইনার্স ২০১০ এনাউন্স করা হইসে সম্ভবত, আমি ৯৫% সিউর আর ৫% কনফিউজড। যাইহোক, একটা লেন্স আর আর একটা ক্যামেরার জন্য আফসোস করতে করতে চলেন ছবিগুলা দেখে ফেলাই নিচে। Toward the Light, Photograph by Gönye Csaba এই ছবিটা এওয়ার্ড পেয়েছে আদার এনিম্যালস ক্যাটাগরীতে, তবে দেখে মনে হয়েছে পুরো অ্যালবামের বেস্ট ফটো হতে পারে এটা। Dinner on the Run, Photograph by Sven Zacek ওটারের ব্যাঙ খাওয়ার ছবি এটা, ব্যাঙএর কথা না জানলে ভয় লাগে না একটু? এটা এওয়ার্ড পেয়েছে ম্যামালস ক্যাটাগরীতে। Treading Water, Photograph by Michel Roggo এটা নাকি বেস্ট বার্ড ইমেজের এওয়ার্ড পাইছে, মাথার উপ্রে দিয়া গেছে কোন সন্দেহ নাই।

Kingfisher Dive, Photograph by Manfred Delpho কিংফিসারের মাছ শিকারের ছবি, পানির নিচে ডাইভ দিয়ে (যত কিংফিসার একসাথে লাফ দেয়, এই ছবি কেমনে তুললো কে জানে!)। এওয়ার্ড পাইছে আন্ডারওয়াটার ওয়ার্ল্ড ক্যাটাগরীতে। Fleeing Cheetah, Photograph by Britta Jaschinski দ্রুতবেগে পলায়মান চিতার ছবি এটা, এবার ওভারঅল উইনার হয়েছে। ছবিটার একটা ইতিহাস আছে, ২০০৭ এর তাঞ্জানিয়া ওয়াইল্ডফায়ারের সময় তোলা ছবি যখন বন থেকে সব প্রানী পালাচ্ছিল ভয়ে। Ghostly Owl, Photograph by David Allemand and Christophe Sidamon-Pesson এটা জিতছে প্রাইজ অফ দ্যা অডিয়েন্স এওয়ার্ড।

First Swim, Photograph by Solvin Zankl অনভ্যস্ত বাচ্চা অলিভ রিডল কচ্ছপের প্রথম সাতার, ছবিটা জিতছে ২০১০ Fritz Pölking এওয়ার্ড। "Magic" Dewdrop, Photograph by Michal Budzynski ক্ষুদ্র এক ঘাসের থেকে শিশিরকনা ঝুলে থাকার ছবি এটা, পাইছে Fritz Pölking Junior এওয়ার্ড। ৫% কনফিউজড কারন টা বলি, অন্য একটা সাইটে দেখলাম কয়েকটা ক্যাটাগরীতে উইনার ফটো চেঞ্জ হয়ে গেছে, ওই সাইটে রাইট ক্লিক আবার এলাউড না!

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।