আমাদের কথা খুঁজে নিন

   

পবিত্র হজ্জ উপলক্ষে আমার কিছু জিজ্ঞাসাঃ-

মানুষ আসে মানুষ যায় কিন্তু সময় যায় চিরতরে

আর মাত্র কয়েকদিন পরেই সমগ্র বিশ্বের মুসলমান সম্প্রদায়ের সবচে বড় ধর্মিও অনুষ্ঠান পবিত্র হজ্জ অনুষ্ঠিত হতে চলেছে। সেই পবিত্র হজ্জ নিয়ে আমার কিছু জিজ্ঞাসা-হয়ত অনেকেই আমাকে মালাউন-বিধর্মি বা ভাদা বলে গালি দিতে পারেন-তাদের উদ্দেশ্যে আমার অনুরোধ যা গালি দিতে চান দেবেন-কিন্তু দয়া করে আমার জানার আগ্রহটাকে অপুর্ন রাখবেন না। আমার প্রশ্নঃ- ১। হজ্জ পালনের জন্য হজ্জে গমনের দিন থেকে শেষ পর্যন্ত কেনো সাদা কাপড় পরতে হয়?(যেটাকে হিন্দুরা ধুতি বলে) ২। মুসলমানদের ধর্মিয় পোষাক- পাজামা,পাঞ্জাবী ও টুপি কেনো হজ্জের সময় ব্যাবহার করার অনুমতি নেই? ৩।

হজ্জের সময় কাবা শরীফ প্রদক্ষিনের সময় যে পাথরে চুম্বন করার নিয়ম আছে-সেটা কি পাথর? ৪। পবিত্র কাবা শরিফ যাকে আল্লাহর ঘর বলা হয়-সেটা কেনো কাপড়ের দ্বারা ঢেকে রাখা হয়? লক্ষ লক্ষ টাকা ব্যয় করে হজ্জে গিয়ে কেনো হাজীরা একনজর সেই ঘরের মধ্যে কি আছে তা দেখতে পারে না? ৫। নবীজির নবুয়তি লাভের পুর্বে পবিত্র কাবা ঘরে কতগুলো মুর্তি ছিলো এবং নবীজির নবুয়তি লাভের পর সেখান থেকে কতগুলো মুর্তি অপসারন করা হয়েছিলো? ৬। ইসলামে যেখানে স্পষ্ট করে নির্দেশ দেয়া আছে সমস্ত প্রকার মুর্তি তৈরি ও মুর্তির উপাসনা করা হারাম-সেখানে হজ্জের সময় কেনো শয়তানের মুর্তিতে পাথর নিক্ষেপ করা হয়? শয়তানের মুর্তি তৈরির অনুমতি আছে কি? ৭। হযরত ইব্রাহীম(আঃ) কে মুসলমান জাতীর পিতা বলা হয়-তাহলে কেনো বিবি খাদিজাকে প্রথম মুসলমান বলা হয়ে থাকে? ৮।

কোরবানী প্রথা প্রচলন করেছেন হযরত ইব্রাহীম(আঃ) তাহলে হজ্জের সময় কেনো কোরবানী ফরজ করা হয়েছে? কোরবানী কি নবী করিমের হক ? ৯। নবীজির ২৫ বছর বয়সে ৪০বছর বয়স্কা বিবি খাদিজার সাথে তাঁর প্রথম বিবাহ হয়-ঐ সময়ে নবীজি ও বিবি খাদিজা কোন ধর্মের অনুসারী ছিলেন? কোন ধর্ম মতে তাঁদের বিবাহ হয়েছিলো এবং কোন মন্ত্র বা কলেমাতে? ১০। পবিত্র হজ্জের বিভিন্ন রীতির মধ্যে মাথা ন্যাড়া করা অন্যতম-কেনো? ১১। আল্লাহুম্মা লাব্বায়েক আল্লাহুম্মা ধ্বনী করে পবিত্র কাবা শরীফ প্রদক্ষিনের মাধ্যমে হজ্জ পালন করা হয়-যার অর্থঃ-হে আল্লাহ্‌ আমি তোমার পবিত্র ঘরে হাজির হয়েছি এবং তোমার অস্তিত্ব স্বীকার করে তোমার প্রতি আনুগত্য প্রকাশ করছি। তাহলে কেনো কোনো অ-মুসলীমকে পবিত্র কাবা শরীফে যাবার অনুমতি দেওয়া হয় না? প্রিয় ব্লগার বন্ধুরা-আমার জানা বোঝা ও লেখার মধ্যে ভুল থাকতে পারে, সেটাকে অনিচ্ছাকৃত ভুল ভেবে ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখে আমার জানার কৌতুহলকে আপনাদের সঠিক ব্যাখ্যার মাধ্যমে জানাবেন সে আশা রইলো।

ধন্যবাদ

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।

প্রাসঙ্গিক আরো কথা
Related contents feature is in beta version.