আমাদের কথা খুঁজে নিন

   

এটাইতো জীবন!



মিডিয়ায় প্রতিষ্ঠিতরা সবাই ভীষণ কষ্টের মধ্য আজকের অবস্থানে এসেছে। আমিও আসছি। একেবারে নবীন হওয়ায় কেউ তেমন পাত্তা দিতে নারাজ। এমন কি কোনো মেয়ে ও প্রেম করতে ভয় পায়_এই অনিশ্চিত মিডিয়া ভাবনা ভেবে। কিন্তু এই আমি যখন আমার লেখা গল্প-উপন্যাস কিংবা নাটক দিয়ে উতরে যাবো তখন শুভাকাঙ্খীর অভাব হবে না।

কপোতীর অভাব তো হবেই না। প্রতিষ্ঠিত হওয়ার পর আমার কষ্টকাব্য শুনে কেউ হয়তো কাউকে আমার দৃষ্টান্ত দিবে নিজের আধিপত্য বিস্তারে। আর কেউ বা ভাববে, আগে জানলে ছেলেটাকে দুহাত ভরে সহযোগিতা করতাম। কিন্তু বাস্তবে এমনটা কে কাকে করে থাকে! তাই মিডিয়ায় প্রতিষ্ঠিতরা সবাই একটা দেমাগ নিয়ে চলে। এজন্য তাদের দায়ী করা চলে না।

কাছ থেকে যাদের দেখার সুযোগ পেয়েছি, তাদের প্রত্যেকের কাছ থেকে একটা শিক্ষা পেয়েছি যে, আমাদের পিছনের জীবন আমাদেরকে মুডি করে তুলে। কেননা, তারা কোনো ভাবেই আজকের অবস্থানে না আসলে কেউ তাদের পোঁছ করতো না। আমিও তাদের থেকে শিখছি। আমার জন্য সবাই দোয়া করবেন, আমার সাময়িক কষ্টটা যেনো খুব শীঘ্রই দূরীভূত হয়ে সোনালী আলোয় জীবন ঝলমলিয়ে উঠে। এখানে শেয়ার করতে অসুবিধা হলে যোগাযোগ করতে পারেন, ০১৬৭১৮৩৫৭২০ অথবা . ধন্যবাদ সবাইকে।


অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।

প্রাসঙ্গিক আরো কথা
Related contents feature is in beta version.