আমাদের কথা খুঁজে নিন

   

টরেন্টগুলারে জিন্দা রাখেন ভাই। এতোটা স্বার্থপর হইয়েন না...

এই পৃথিবীতে শুধুমাত্র দুই রকমের মানুষ আছে। ভালো মানুষ যারা ভালো কাজ করে। আর খারাপ মানুষ যারা খারাপ কাজ করে। এটাই মানুষদের মধ্যে একমাত্র পার্থক্য। আর কোন পার্থক্য নেই... আমি ভাল মানুষ...☺☺☺

টরেন্টে এক পিসি থেকে আরেক পিসিতে ডাটা যায়।

এটা মূলত দেওয়া নেওয়ার সিস্টেম। এই সিস্টেমের মধ্যে রাখলে টরেন্ট নিয়ে কোনপ্রকার জটিলতা হয়না। কিন্তু কিছু স্বার্থপর গোছের মানুষ আছেন যারা নেওয়ার সময় হাত পাতেন কিন্তু দেওয়ার সময় আর খবর থাকেনা। ফাইল ডাউনলোড ১০০% শেষ, আর সাথে সাথেই তারা সিডিং অফ করে ভদ্র মানুষের মতো চুপচাপ নিজের কাজ করে। ডাউনলোড করা গেইমস্/মুভিটা দেখে।

একটা কথা কি কখনো ভেবে দেখেছেন? যে মুভিটা ডাউনলোড করেছেন সেটা আপনার কম্পিউটারে আরেকজনের পিসি থেকে এসেছে। সে যদি আপনার মতো কাজ করতো তাহলে আপনি কি ফাইলটা পেতেন? আপনার এই স্বার্থপরতার জন্য হয়তো আরেকজন ইউজার ফাইলটি পাওয়া থেকে বঞ্চিত হবে। আমাদের দেশের ইন্টারনেট স্পিডের অবস্থা যথেষ্ট মাত্রায় খারাপ! তা আর বলার অপেক্ষা রাখেনা। আপনি ডাউনলোডের সময় একই সাথে আপলোডে দিলে আপনার ডাউনলোডের বারোটা বাজবে। তাও জানি।

তাহলে একটা কাজ কেন করেননা? ডাউনলোডের সময় স্পিডটা লিমিটেড করে ডাউনলোড কমপ্লিট হয়ে গেলে সিডিং এর সময় যতোটুকু সময় পারেন আপলোড স্পিড আনলিমিটেড করে দিন। আমারতো মনেহয় দেশে বসে যারা ব্রডব্যান্ড/বাংলা লায়ন ব্যবহার করছেন তারা ম্যক্সিমাম আনলিমিটেড প্যাকেজই ব্যবহার করেন নাকি? ব্যান্ডউইথ নিয়ে টানাটানি না পড়লে এই কাজটা করতে বেশি কষ্ট করার কথা না। আপনার পিসিটা যখন আইডল পড়ে থাকে তখন আপনি এই সিডিংয়ের কাজটা সেরে রাখুন। একটা ৭০০ মেগাবাইটের ফাইল নানানজনের পিসি থেকে নিচ্ছেন যখন আপনার দ্বায়িত্বের মধ্যেই পরে মিনিমাম ৫০-১০০মেগাবাইট রিটার্ন করা। যে ফাইলগুলোতে সবসময় সবাই সিডিং করে সেইগুলাকে সিড করতে না পারেন যেগুলো একটু রেয়ার ফাইল মানে সিডার নেই সেগুলোকে সিড করুননা।

আমি গত একমাস ধরে টরেন্ট ব্যবহার করছি। অনেক দেশের মানুষকে দেখেছি পিয়ারস্ লিস্টে। কিন্তু বিশ্বাস করবেন কিনা জানিনা এখন পর্যন্ত এমন কোন বাঙালীকে দেখলাম না যে সিড করছে। যার কম্পিউটার থেকে আমার পিসিতে ডাটা আসছে। ইভেন আজকে একটা গেমস্ ডাউনলোড করলাম ২২মেগাবাইটের।

২২মেগাবাইটের মধ্যে সম্পূর্ণটা আমার পিসিতে আসলো এক আমেরিকানের পিসি থেকে! সবুজের মধ্যে লাল পতাকাটা যখন আপনি কারো পিসি থেকে ডাটা নেন তখন কিন্তু তার ওখানে দেখা যায়। এই সবুজের মধ্যে লাল দাগ দেওয়া পতাকাটা বাংলাদেশকে নির্দেশ করে। বাঙালীদেরকে বিশ্বের সবার সামনে এতোটা স্বার্থপর করে তুলবেন না। নিজের সামর্থে যতোটুকু সম্ভব পারেন ততোটুকু দিন। বিদেশীরা জানে যে আমাদের দেশের ইন্টারনেট স্পিডের কি হাল! যখন আপনি তাদের পিসি থেকে ডাটা নেন তখনই তারা টের পায়।

কিন্তু তারা বিরক্ত হয়ে সিডিং বন্ধ করেনা। বরং আপনি যতোক্ষণ ডাউনলোড করবেন ততোক্ষণ আপনাকে তারা ডাটা দিতে থাকবে। আমার ডাউনলোড স্পিড ছিল গেমসের ঐ টরেন্টটায় ৯কেবিপিএস এবং আমেরিকান ভদ্রলোক আমাকে অত্যন্ত ধৈর্য্যের সঙ্গে পুরো এক ঘন্টা বসে ফাইলটা দিয়েছেন। তিনি যখন দিতে পারলেন তখন আমরা কেন দিতে পারবোনা। তার দিতে এক ঘন্টা লেগেছে।

আমাদের দিতেও কিন্তু এক ঘন্টাই লাগবে। কারণ তখন আমাদের আপলোড স্পিড থাকবে ৯কেবিপিএস। বাঙালীদেরকে ছোট করে দেখছি না। আমি নিজেও একজন বাঙালী। বাঙালীর নামে কিছু বললে সেটা সবার প্রথমে লাগবে আমার গায়ে।

আমি শুধু বলতে চাচ্ছি, এতোটা স্বার্থপর হবেন না। নিচ্ছেন যখন, কিছু অন্তত দিন ... আপনার যদি সিডিং করেন তাহলে একটা টরেন্টের চেহারা এরকম হতে পারে::: Click This Link আর সিডিং না করলে চেহারা হবে এরকম::: Click This Link (আমি পাচঘন্টা ধরে বসে আছি। আর এই ভদ্রলোক বসে আছে সাড়ে চারঘন্টা ধরে। একজনও সিড করছেনা...) আসুন ভাই। আমরা দিতে শিখি।

টরেন্ট থেকে কিছু ডাউনলোড করলে সিডও করুন। একজনের কাছ থেকে উপকার নেবেন। আর উপকার করতে পারবেন না???

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।