আমাদের কথা খুঁজে নিন

   

যশোরে গণপিটুনিতে ডাকাত নিহত: আহত ৬



যশোর সদর উপজেলার কাজীপুর গ্রামে গণপিটুনিতে এক ডাকাত সদস্যের(৪০) মৃত্যু হয়েছে। তবে তার পরিচয় জানা যায়নি। ঘটনার সময় ডাকাতদের বোমা হামলায় আহত হয় স্থানীয় ৬ গ্রামবাসী। আহতদের যশোর জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়েছে। স্থানীয় লোকজন জানান, সোমবার গভীর রাতে একদল ডাকাত কাজীপুর গ্রামে ফারুক হোসেনের বাড়িতে হানা দেয়।

এসময় ডাকাতদের উপস্থিতি টের পেয়ে গ্রামবাসী প্রতিরোধ গড়ে তোলে। এক পর্যায়ে গ্রামবাসী এক ডাকাত সদস্যকে ধরে গণপিটুনি দিলে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়। এসময় অন্য ডাকাত সদস্যরা গ্রামবাসীকে ল্য করে ৫/৬টি শক্তিশালী বোমার বিস্ফোরণ ঘটিয়ে পালিয়ে যায়। বোমার আঘাতে ওই গ্রামের আলী আহমদ(৫০), তার ছেলে আসাদুল (২৫), আব্দুল কাদের(৩০)সহ ৬জন গুরুতর আহত হন। তাদেরকে যশোর ২৫০ শয্যা বিশিষ্ট জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়েছে।

ঘটনাস্থল পরিদর্শন করেছেন উল্লেখ করে যশোর কোতয়ালী থানার অফিসার ইনচার্জ (ওসি) মোয়াজ্জেম হোসেন মঙ্গলবার দুপুরে জানান, ডাকাতির চেষ্টাকালে ওই ডাকাত সদস্য জনতার হাতে ধরা পড়লে গণপিটুনির শিকার হয়। এখনও এ ব্যাপারে কোন মামলা হয় নি।

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।