আমাদের কথা খুঁজে নিন

   

[ভুলে যাওয়া গানগুলি] খুব কাছাকাছি - হাসান চৌধুরী

হা হা হা পায় যে হাসি!!!

ইতিহাস - এই গানটা নব্বই দশকের একেবারে শুরুর দিকে প্রকাশিত। সেসময় এই গানটা বেশ আলোড়ন তুলেছিল। বেশিরভাগ ব্লগার হয়ত এই গায়কের নামই কোন দিন শোনেন নি। তার কারন এটা ছাড়া এর আগে বা পরে তার আর কোন গান হিট করেছে বলে আমার জানা নাই। যদিও তাকে মাঝে মাঝেই টিভিতে দেখা যায় এবং কয়েক বছর পর পর তার গানের অ্যালবামও বের হয়।

কিন্তু তার গায়কী এবং ভরাট কন্ঠ তাকে যে পর্যায়ে নিয়ে যাওয়ার কথা ছিল, তার কাছাকাছিও উনি যেতে পারেন নি। গানের সুর বদরুল আলম বকুলের। গীতিকারের কাছে ক্ষমাপ্রার্থনা নাম ভুলে যাওয়ার জন্য। ~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~ খুব কাছাকাছি তুমি আমি আছি নিঃশ্বাসে খুঁজে পাই বিশ্বাসের ছোঁয়া তোমার আমার প্রেম বিশুদ্ধ সরোবরে অবগাহনে ধোয়া। জোনাকিরা জ্বলছে ঝিঁ ঝিঁ কথা বলছে টুপটাপ ঝরছে রাতের শিশির অপরুপ জোছনা সুরেরই মূর্ছনা একি রুপ দেখছি আজ নিশির মাথার ছাউনি আকাশটা যেন আজ দেখ ওই লাগছে নীল চাদোয়া।

ফুল ফোটা অধরে এঁকে দেই সাদরে মিষ্টি মিষ্টি প্রেমচিহ্ন তোমারই চাওয়া আমারই পাওয়া চাওয়া পাওয়া এক হয়, নয় ভিন্ন সবুজ অরন্যের সব রং দিয়ে আমি সাজাবো তোমায় বধুয়া। ডাউনলোড লিঙ্ক


এর পর.....

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।

প্রাসঙ্গিক আরো কথা
Related contents feature is in beta version.