আমাদের কথা খুঁজে নিন

   

হিমালয়ের চূড়ায় মোবাইল ও ইন্টারনেট সেবা



ডিজিটাল দিনাজপুর ## হিমালয়ের চূড়ায় তৃতীয় প্রজন্মের (থ্রিজি) নেটওয়ার্কের বেস স্টেশন স্থাপন করেছে নেপালের মোবাইল সেবাদাতা এনসেল। তাই এখন থেকে হিমালয় পর্বত আরোহী এবং কুম্ভু উপত্যকায় বসবাসকারীরা এ পর্বতশৃঙ্গ থেকেই মোবাইল কল করতে পারবেন। সঙ্গে তারহীন ইন্টারনেট সেবা উপভোগের সুবিধাও থাকছে। এনসেল নেপালের প্রধান নির্বাহী কর্মকর্তা পাসি কয়স্টিনেন গত ২৮ অক্টোবর কাঠমান্ডুতে সাংবাদিক সম্মেলনে এ তথ্য জানান। এরই মধ্যে হিমালয়ের ১৭ হাজার ৩৮৮ ফুট উঁচু থেকে পরীক্ষামূলক ভিডিও কল করা সম্ভব হয়েছে বলে তিনি নিশ্চিত করেছেন।

উল্লেখ্য, এতদিন হিমালয় পবর্ত শৃঙ্গ থেকে ফোন করতে পর্বত আরোহীদের স্যাটেলাইট ফোনের উপর নির্ভর করতে হতো। কিন্তু এখন তারা শক্তিশালী জিএসএম এবং থ্রিজি নেটওয়ার্কের মাধ্যমে ফোন কল করতে পারবেন বলে কয়স্টিনেন জানিয়েছেন। হিমালয়ের চূড়ায় তারহীন মোবাইল এবং ইন্টারনেট নেটওয়ার্ক স্থাপনে এনসেলের সঙ্গে সহযোগী প্রতিষ্ঠান হিসেবে আরও বিনিয়োগ করেছে সুইডেনের টেলিযোগাযোগ প্রতিষ্ঠান টেলিয়াসোনেরা। হিমালয় চূড়ায় থ্রিজি নেটওয়ার্ক সম্প্রসারণ প্রসঙ্গে টেলিয়াসোনেরার প্রধান নির্বাহী কর্মকর্তা লার্স নাইবার্গ মন্তব্য করেন, এ উদ্যোগ তাদের জন্য অনেক বড় একটি মাইল ফলক। তাছাড়া এ নেটওয়ার্ক স্থাপনের ফলে এখন থেকে পর্বত আরোহীরা আরও সহজে দ্রুতগতির তারহীন প্রযুক্তির মাধ্যমে মোবাইল কল এবং ইন্টারনেট সেবা উপভোগ করতে পারবে।

সূত্র :: প্রযুক্তি ডেস্ক/বাংলাএক্সপ্রেস/৩০ অক্টোবর, ২০১০/১০১৪ঘ./এমআর

সোর্স: http://www.somewhereinblog.net     দেখা হয়েছে বার

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।

প্রাসঙ্গিক আরো কথা
Related contents feature is in beta version.