আমাদের কথা খুঁজে নিন

   

মুজাহিদের আপিল

যুদ্ধাপরাধের দায়ে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের দেয়া ফাঁসির আদেশের বিরুদ্ধে সুপ্রিম কোর্টে আপিল করেছেন আলী আহসান মোহাম্মদ মুজাহিদ। গত ১৭ জুলাই ট্রাইব্যুনাল-২ একাত্তরে বাঙালির স্বাধীনতার পথ রূদ্ধ করতে সাংবাদিকসহ বুদ্ধিজীবী হত্যা ও সাম্প্রদায়িক হত্যা নির্যাতনের দায়ে জামায়াতে ইসলামীর এই সেক্রেটারি জেনারেলকে মৃত্যুদণ্ড দেন।

মুজাহিদের পক্ষে তার আইনজীবী অ্যাডভোকেট তাজুল ইসলাম আজ সুপ্রিম কোর্টের সংশ্লিষ্ট শাখায় আপিল জমা দেন। তিনি সাংবাদিকদের বলেন, ট্রাইব্যুনালের রায়ের বিরুদ্ধে ১১৫টি যুক্তি তুলে ধরে মুজাহিদের খালাস চেয়েছেন তারা। এজন্য ৩ হাজার ৮০০ পৃষ্ঠার নথিপত্র জমা দিয়েছেন তারা, যার মধ্যে মূল আপিল ৯৫ পৃষ্ঠার। এতে অ্যাডভোকেট অন রেকর্ড হিসাবে রাখা হয়েছে জয়নুল আবেদীন তুহিনকে। 

সোর্স: http://www.bd-pratidin.com/     দেখা হয়েছে বার

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।