আমাদের কথা খুঁজে নিন

   

রাজধানীতে প্রতি মাসে গড়ে খুন ১০০ জন



রাজধানীতে প্রতি মাসে গড়ে খুন ১০০ জন ৬ নভেম্বর (শীর্ষ নিউজ ডটকম): রাজধানী ঢাকায় প্রতি মাসে খুন হচ্ছে গড়ে ১শ জন। বিগত ১৯ মাসে রাজধানীতেই প্রত্যক্ষভাবে খুন হয়েছে ৪৭৭টি। আর উদ্ধারকৃত খুন হওয়া অজ্ঞাত লাশের সংখ্যা প্রায় ১৫শ। আঞ্জুমান মুফিদুল ইসলাম বিগত ১৯ মাসে ২ হাজার ৯শটি অজ্ঞাত লাশ উদ্ধার করেছে। এরমধ্যে অর্ধেকই হত্যাকাণ্ডের শিকার বলে জানা যায়।

রাজনৈতিক শত্রুতা, দলীয় কোন্দল, পূর্ব শত্রুতার জের, জমিজমা সংক্রান্ত বিরোধ, আধিপত্য বিস্তার, সন্ত্রাসীদলের অন্তর্কলহ, প্রেমঘটিত বিষয় এ সব হত্যাকাণ্ডের নেপথ্য কাজ করছে। আঞ্জুমান মুফিদুল ইসলাম সূত্রে জানা গেছে, তারা ২০০৯ সালে ১ হাজার ৮শ ৩২টি বেওয়ারিশ লাশ দাফন করেছে। চলতি বছর আগস্ট মাস পর্যন্ত লাশ উদ্ধার করেছে ১ হাজার ১শ ৭০টি। তবে এ সব লাশের পরিচয় না মিলায় কিছুদিন পর মামলাও চলে যায় হিমাগারে। পরবর্তীতে দুই-একটি অজ্ঞাত লাশের পরিচয় মিললেও হত্যাকারীরা থাকে পর্দার আড়ালে।

এছাড়াও রাজধানীর বাইরে থেকেও হত্যাকাণ্ডের শিকার ব্যক্তিদের লাশ রাজধানীর বিভিন্ন এলাকাতে ফেলে রাখা হয় বলে একটি বিশেষ সূত্রে জানা যায়। এদিকে, ডিএমপি সদর দফতরের পরিসংখ্যান মতে- ২০১০ সালের আগস্ট মাসে বিভিন্ন থানায় নথিভূক্ত খুন হয়েছে ১৭টি, জুনে ১৭, জুলাইয়ে ১৭, মে মাসে ২৬, এপ্রিলে ২৭, মার্চে ২৩, ফেব্রুয়ারিতে ২০ ও জানুয়ারি মাসে ১৯টি। ২০০৯ সালের জানুয়ারি মাসে খুন হয় ৩২টি, ফেব্রুয়ারিতে ১৬, মার্চে ৩৪, এপ্রিলে ২৫, মে মাসে ২৯, জুনে ২৯, আগস্টে ২৬, সেপ্টেম্বর ২৫, অক্টোবরে ৩৯, নভেম্বর ৩৩ ও ডিসেম্বরে মাসে ২৩টি। পুলিশের সাবেক আইজিপি এএসএম শাহজাহান শীর্ষ নিউজ ডটকমকে জানান- বর্তমান অর্থনৈতিক, সামাজিক ও রাজনৈতিক প্রেক্ষাপটে অপরাধ প্রবণতা দিন দিন বাড়ছে। বেকারত্ব ও হতাশা থেকে মাদকাসক্তি খুন-ধর্ষণের মতো অপরাধ সংঘটিত হওয়ার পেছনে বড় কারণ।

তিনি বলেন, বাংলাদেশের প্রচলিত অনেক আইন উপনেবেশিক আমলের। এ আইনগুলো পরিবর্তনসহ অপরাধ দমনে রাজনৈতিক সদিচ্ছা ও ঐক্য সর্বাগ্রে জরুরি। অপরাধ রোধে পুলিশের দক্ষতা বাড়ানোর পাশাপাশি সাধারণ মানুষকেও এর সাথে সম্পৃক্ত করতে হবে। এ সব বিষয় মাথায় রেখে সিদ্ধান্ত গ্রহণ করলে অপরাধের মাত্রা কমে আসবে বলে তিনি মনে করেন। বিশিষ্ট মনোবিজ্ঞানী অধ্যাপক ড. নজরুল ইসলাম শীর্ষ নিউজ ডটকমকে বলেন, অপরাধ করে অপরাধী পার পেয়ে গেলে অথবা পুরষ্কৃত হলে অপরাধ ক্রমাগত বাড়তেই থাকবে।

যেখানে আইন প্রয়োগকারী সংস্থার সামনেই অপরাধ সংঘটিত হচ্ছে সেখানে এর প্রতিকার আশা করা যায় না। (শীর্ষ নিউজ ডটকম/এইচআর/এআরটি/এস/ এসসি/০০.০২ঘ.)

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।

প্রাসঙ্গিক আরো কথা
Related contents feature is in beta version.