আমাদের কথা খুঁজে নিন

   

নির্বাক লোডশেডিং !

I am happy

তীব্র অনলে পুড়ছে ঝাউবন সুলতান উদ্দিন রৌদ্রহীন লোডশেডিংয়ের কৃষ্ণগহ্বরে সাতাশতম সাকীর কড়া নাড়ার শব্দে ঘর্মাক্ত হয় পানশালার তৃষ্ণার্ত শরীর মেঘের সাথে ভেসে ভেসে ঠোঁট ভিজাই নোনতা জলে, অসংখ্য ভাইরাস আক্রান্ত করছে বৈচিত্র্যময় শোবিজগুলোকে ক্রমেই তা ছড়িয়ে যাচ্ছে জলাশয় থেকে মগডালে, উত্তাল ঢেউয়ে ঢেউয়ে সরে যেতে থাকে রাত্রির পর্দা উপত্যকার এভিনিউগুলো সিক্ত হচ্ছে তীব্র জলোচ্ছ্রাসে ধাবমান উপশিরায় অদ্ভুত কোলাহল; উত্তেজনা শব্দের বিন্যাসে কবিতার ছন্দেরা উদ্বেলিত হয়ে উঠে অন্ধকার আরো গাঢ় হয়, নির্বাক লোডশেডিং! তীব্র অনলে পুড়ছে ঝাউবন।

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।