আমাদের কথা খুঁজে নিন

   

সাম্প্রতিক একটি রাজনৈতিক ঘটনার আড়ালের ঘটনার বিজ্ঞান্সম্মত বিশ্লেষন

যে মুখ নিয়ত পালায়......। ।

দেশে এখন শুধু টেস্টিং চলতেছে। তাই এই পোস্টটাও টেস্ট হিসেবে দেয়া হল। উদ্দেশ্যঃ পড়ে পাঠক কি মন্তব্য করেন।

গরম খবরঃ ইসলামের অবমাননার জন্য জনাব নিজামী,সাঈদি এবং মোজাহিদ সাহেব গ্রেফতার। বিশ্লেষনঃ নিজামী সাবরা আদালতে হাজিরা দেন নাই। বলেই তার গ্রেফতার হইছেন। এখন কথা হইল কেন দেন নাই? তার তো জানতেন না দিলে ধরা হইব। কারন অনুসন্ধানঃ কারন তারা চাইছিলেন গ্রেফতার হইতে।

কেন চাইতে পারেনঃ ১। ভবিষ্যতে যুদ্ধাপরাধী মামলায় গ্রেফতার হইবার আশঙ্কা আছে। এখন গ্রেফতার হইয়া দেখা যাক পরিস্থিতি কোথায় যায়। ২। শিবির নামক সংঘটনের একতা এবং শক্তি সম্পর্কে সত্য মিথ্যা অনেক কথা প্রচলিত।

তাহার গ্রেফতার হইয়া দেখতে চাইছেন শিবিরবাহিনী তাদের জন্য কি করে। ৩। আমরা জানি জামাতের নেতারা বৈদেশিক অনেক দেশের সাপোর্ট পাইয়া থাকেন। ৩য় কারন হিসেবে ধরা যায়, ধরা খাইলে বিদেশের বন্ধুরা কেমন সাপোর্ট দেয় এইটা দেখা। ৪।

সরকারের সাহস পরীক্ষা। তারা কি সত্য সত্যই বিচার যুদ্ধাপরাধীর বিচার করব না ভুংভাং মারতেছে এইটা যাচাই। আওমিলীগ সরকার যুদ্ধাপধীর বিচারের ওয়াদা নিয়া ক্ষমতায় আসলেও তাদের ভাবসাবে এতদিন বুঝা যাইতেছিল নির্বাচনী ইশতিহার ছিল কথার কথা। কিন্তু হঠাত তিন প্রভাবশালী নেতারে ধরা হইল তারপর আবার রিমান্ড। ঘটনাটা বিরাট বিস্ময়ের! কারন অনুসন্ধানঃ এইখানেও টেস্টিং।

১। আওয়ামীলিগ তিন নেতারে ধইরা দেখল দেশের পরিস্থিতি কোথায় যায়। ২। শিবিরবাহিনী পুলিশ/রেবের লগে কেমন টক্কর দিতে পারে। ৩।

বৈদেশিক চাপ কেমন আসে। ৪। আরেকটা মেইন কারন বিএনপি জামাতের পক্ষে আন্দোলনে যায় কিনা। বিএনপির কি কিছু পরীক্ষা করতেছে তা ঠিক বোঝা যাচ্ছে না। তবে যদি বিএনপি আন্দোলনে যায় জামাত নেতাদের মুক্তির জন্য তাহলে বুঝতে হবে বিএনপি ও টেস্টিং প্রক্রিয়া চালাইতেছে।

বিএনপির জোটের একটা শক্তিমান অংশ জামাত। যুদ্ধাপরাধীর বিচার হইয়া গেলে বিএনপির মোট ভোটে একটা প্রভাব থাকব। তাই তারা আপাতত চাইবে না যুদ্ধাপরাধীর বিচার হোক। আর যুদ্ধপরাধীদের বিচার প্রক্রিয়ায় আওমিলীগের ভুমিকাও প্রশ্নবিদ্ধ। আওমিলীগে ও যুদ্ধাপরাধী আছে,বিএনপিতেও আছে।

সবার বিচার না করে তারা জামাতের কয়েকজনের করতেছে এই ইস্যু দেখাইয়া বিএনপি বিরোধীতা করব। তাই এখন তিন নেতারে জেলে পাঠাইয়া বলছে, আপ্নারা ঢুকেন,আমরা একটু আন্দোলনে নাইম্যা দেখি জঙ্গন সাথে থাকে কি না। এখন যদি থাকে তাইলে আসল মামলায় যখন ঢুকাইব তখন আন্দোলন করতে সুবিধা হইব। (সম্পূর্ন লেখকের ধারনা। )


অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।

প্রাসঙ্গিক আরো কথা
Related contents feature is in beta version.