আমাদের কথা খুঁজে নিন

   

আপনার এক্সপিকে দিন উইন্ডোজ ভিস্তা বা সেভেন-এর রূপ

অস্তিত্বহীন অস্তিত্ব...

অনেকেই আর্থিক বা অন্য কোন সীমাবদ্ধতার কারণে লেটেস্ট হার্ডওয়্যার কিনতে পারেন না। ফলে তারা ইচ্ছা থাকলেও উইন্ডোজ ভিস্তা বা সেভেন ইন্সটল করতে পারেন না। কারন কম্পিউটার অনেক স্লো হয়ে যায়। তবে যারা তবুও উইন্ডোজ ভিস্তা বা সেভেন-এর স্বাদ নিতে চায় তারা তাদের এক্সপিকেই ভিস্তা বা সেভেন-এর রূপ দিতে পারেন। এ জন্য বিভিন্ন ট্রান্সফর্মেশন প্যাক পাওয়া যায়।

তবে এই সব অটো ট্রান্সফর্মেশন প্যাক সেটআপ দিলে অনেক সময় তা পূর্বের অবস্থায় ফিরিয়ে আনা যায় না। এ জন্য ম্যানুয়াল ট্রান্সফর্মেশন টুলস অনেক সুবিধার। নিচে আমার নিজের সংগ্রহের কিছু ট্রান্সফর্মেশন টুলস দেওয়া হলোঃ >উইন্ডোজ মডিফিকেশন >ভিস্তা এবং সেভেন স্টাইল >অন্যান্য ট্রান্সফরমেশন সফটওয়্যার Themes গুলা কাজ করার জন্য UXTheme Multi-Patcher 6.0 ইন্সটল করা লাগবে। আপনার পছন্দ মত সেটআপ করে নিন। আশা করি ভালো লাগবে।

দরকারি একটা পোস্ট: সফট পাগলা... যে কোন সফটওয়্যারের জন্য বলুন... পাগলা সেটা হাজির করতে চেষ্টা করবে...

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।

প্রাসঙ্গিক আরো কথা
Related contents feature is in beta version.