আমাদের কথা খুঁজে নিন

   

9 Drawings from children in Gaza, Palestine (ছবি-ব্লগ)

জেগে জেগেই স্বপ্ন দেখি বা দেখার চেষ্টা করি কেননা ঘুম ভাঙ্গার সাথে সাথে যদি স্বপ্নও যদি ভেঙ্গে যায় বা ঘুমের ঘোরে দেখা স্বপ্ন যদি মনে না থাকে !!! তাহলে যে নিজেকে একেবারেই হারিয়ে ফেলব আর স্বপ্ন ও কোনদিন-ই বাস্তবে রুপ দিতে পারব না !!! -Tauhidul Islam তানিন

ঈদ-উল-ফিতর উপলক্ষে, আমরা সবাই ভরপুর আনন্দ করে, দেশের বিভিন্ন প্রান্ত থেকে আস্তে আস্তে এক এক করে নিজ নিজ গন্তব্যে/কর্মক্ষেত্রে ফিরছি। আর, যারা স্ব-স্থানেই ঈদের আনন্দ উপভোগ করেছি, তারাও হরেক রকমের উল্লাস-উদ্দীপনার রসদ দ্বারা নিজ কূলেই আবর্তিত হয়েছি । কিন্তু, এই কয়দিনে একবারের জন্যও কি মনে করেছি যে, বিশ্বের বিভিন্ন প্রান্তে, আমার ওপর মুসলিম ভাইরা কেমন আছেন ? কি হাল-হকিকতে আছেন ? কিভাবে প্রতিদিনের দিন যাপন করছেন ? না । না । না । কেন ভাবব ! এগুলো ভাবার সময় কই আমাদের ! আমরা আবার উন্নত প্রজাতির প্রাণী কিনা ! আমরা আমাদের নিয়েই সময় পাইনা ! আর, অপরের কথা ভাবার মত ফুসরত কোথায় !? ধিক আমাদের মনুষত্যকে ! ধিক আমাদের মানবতাকে ! ধিক আমাদের বিবেকবোধকে ! অথচ, আমরা কিনা দাবি করি আমরা মানুষ ! আমরা মুসলিম ! আমরা আল্লাহ্‌র সৃষ্ট শ্রেষ্ঠ মাখলুক ! আমি স্তব্ধ ! আমি ভাষাহীন ! আমি বাকরুদ্ধ ! আমি লজ্জিত, নিজের কাছে, সব মুসলিম ভাইদের কাছে এবং মহান আল্লাহু রব্বুল 'আলামিনের কাছে ! ফিলিস্তিনের বর্তমান অবস্থা কম বেশী আমাদের সবারই জানা । গাজা, ফিলিস্তিনের বাচ্চাদের আঁকা কয়েকটি ছবিই বলে দেয়, ভালোভাবেই বলে দেয়, তাদের প্রকৃত ও নিত্যনৈমেত্তিক জীবনাচার ব্যাবস্থা ।

সোর্স: http://www.somewhereinblog.net     দেখা হয়েছে বার

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।