আমাদের কথা খুঁজে নিন

   

কাজটা কি ঠিক করলাম ?

ব্লগে অনিয়মিত।

গতকাল বনানী থেকে ধানমন্ডি যাওয়ার জন্য CNG পাচ্ছিলাম না, পরে ২০০ টাকা একজন রাজি হলে উঠে পরলাম। রোকেয়া স্বরনি সিগনালে গাড়ি দাড়ালে ড্রাইভার বলে, "সামনের ট্রাফিক জীগাইলে কইবেন মিটার আইছি"। আমি মাথা নেড়ে সম্মতি জানালাম, একটু পরে ই ট্রাফিক পুলিশ প্রশ্নটা করলে বলে দিলাম সত্য কথা। পুলিশ গাড়ী বামে সাইড করে ৫০০ টাকার ফাইন(মামলা) রসিদ ধরাইয়া দিলো। ড্রাইভার কিছুক্ষন কাউমাউ করলো, হুমকি দিলো, মনিপুরি পাড়া সিগনালে আইসা ক্য় আর সামনে যাবে না, আবার ট্রাফিক পুলিশকে জানানোর হুমকি দেওয়ার পর গন্ত্যবে পৌছাল। রাতে শুয়ে শুয়ে চিন্তা করলাম কাজটা কি ঠিক করলাম ? কেমনজানি একটা অপরাধবোধ কাজ করছে। আপনারা কি বলেন ?

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।

প্রাসঙ্গিক আরো কথা
Related contents feature is in beta version.