আমাদের কথা খুঁজে নিন

   

গ্রামীণ ফোনের কাজটা কি ঠিক হয়েছে?

কেএসআমীন ব্লগ

গ্রামীণ ফোন গতকাল থেকে তাদের প্রিপেইড ও ডিজুস কানেকশনের কলচার্জ কমিয়েছে। এফএনএফ কলচার্জ ২৪ ঘন্টা ২৫ পয়সা করেছে আর নিজেদের নেটওয়ার্কে রাত ১২টা থেকে সকাল ৮ টা পর্যন্ত ২৫ পয়সা করেছে। কিন্তু পোস্টপেইড গ্রাহকদের জন্য রেট কমায়নি। পূর্বের হাইরেট বহাল আছে। পোস্টপেইডের ক্ষেত্রে ৯০ পয়সা এফএনএফ। রাতের কলরেটও আগের মতই। প্রশ্ন হচ্ছে, পোস্টপেইড গ্রাহকদের অন্যায়টা কি? তারা কেন প্রায় ৪গুন হারে বেশী বিল দেবে? এটাকি এজন্য যে, ১) পোস্টপেইড গ্রাহকরা অনেক পুরোনো ২) পোস্টপেইড গ্রাহকরা লাইনরেন্ট সহ বেশী বেশী বিল দেন ৩) পোস্টপেইড গ্রাহকরা সহজে নাম্বার পরিবর্তন করতে চাইবেন না প্রিয় ব্লগারদের মতামত চাই। পোস্টপেইডে সবচেয়ে ভাল কলরেট ও সুবিধা কোন অপারেটর দেয়?

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।

প্রাসঙ্গিক আরো কথা
Related contents feature is in beta version.