আমাদের কথা খুঁজে নিন

   

অজব দুনিয়া"ভারতে লিপস্টিক প্রতিযোগিতা নিয়ে বিক্ষোভ"



ইন্ডিয়ান ইনস্টিটিউট অব টেকনোলজি (আইআইটি) ও প্রতিষ্ঠিত কোম্পানি রুরকির যৌথ উদ্যোগে অনুষ্ঠিত এক অভিনব প্রতিযোগিতাকে কেন্দ্র করে ভারতের ছাত্রসমাজ ফুঁসে উঠেছে। ছেলেরা ঠোঁটে লিপস্টিক ধারণ করে তা মেয়েদের ঠোঁটে এঁকে দেওয়ার এ প্রতিযোগিতাকে তারা 'অশ্লীলতা' আখ্যা দিয়ে এর বিরুদ্ধে বিক্ষোভ প্রদর্শন করেছে। বিজেপি-নিয়ন্ত্রিত উত্তরখণ্ড রাজ্য সরকার ছাত্রদের প্রতিবাদের বিষয়টি আমলে নিয়ে তদন্তের নির্দেশ দিয়েছে। খবর পিটিআই ও টাইমস অব ইন্ডিয়া অনলাইনের। 'থমসো ১০' নামে জাঁকজমকপূর্ণ এ অনুষ্ঠানটি গতকাল অনুষ্ঠিত হয়।

একজন ছেলে নিজের ঠোঁটে লিপস্টিক মেখে কতটা নিখুঁত ও আকর্ষণীয়ভাবে তা একটি মেয়ের ঠোঁটে এঁকে দিতে পারে, এটিই ছিল প্রতিযোগিতার মূল বিষয়। কিন্তু খ্যাতনামা প্রকৌশল বিদ্যাপীঠ আইআইটির উদ্যোগে এ 'অশ্লীল প্রতিযোগিতার' বিরুদ্ধে গতকাল ক্যাম্পাসে অবস্থান নেয় অখিল ভারতীয় বিদ্যার্থী পরিষদ (এভিবিপি), হিন্দু জাগরণ মঞ্চ ও সমমনা ছাত্র সংগঠনগুলো। তারা এর প্রতিবাদে আয়োজকদের বিরুদ্ধে স্লোগান দেয় এবং আইআইটির ডিনের কুশপুত্তলিকা দাহ করে। এভিবিপির সাধারণ সম্পাদক রাজ সিং পুণ্ডির এ সময় বলেন, 'আমরা এ ঘটনার নিন্দা জানাচ্ছি। ' এ ঘটনার বিষয়ে যদি কর্তৃপক্ষ কোনো ব্যবস্থা না নেয় তাহলে ছাত্ররা সদর দরজা বন্ধ করে দেবে বলে তিনি হুমকি দেন।

অবশ্য উত্তরখণ্ড সরকার এরই মধ্যে এ ঘটনা তদন্তের নির্দেশ দিয়েছে। রাজ্যের শিক্ষামন্ত্রী এ ঘটনায় ক্ষোভ প্রকাশ করে বলেন, 'এ দেশে আমরা কোনো অশ্লীলতাকে প্রশ্রয় দেব না। এ ঘটনা তদন্তে আমরা ইতিমধ্যে নির্দেশ দিয়েছি। '


এর পর.....

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।