আমাদের কথা খুঁজে নিন

   

ঈভ টিজিং- দায়ী কে?



কোন সন্দেহ নেই, অধিকাংশ মেয়েদের মনেই ঈভ টিজিং দারুনভাবে মানসিক আঘাত সৃষ্টি করে। কিন্তু মেয়েদের একটা অংশ কি এই ঈভ টিজিং এ কোন ভাবে দায়ী নয়? হয়তো সেই গ্রামের ছোট্ট কিশোরীটি দায়ী নয়। কিন্তু সেই বিপথগামী ছেলেদের যে টিজিং হচ্ছে অন্য অনেক জায়গা থেকে। সেটা নিয়ে কে বলবে? এইসবে কি আমাদের সমাজের চলমান পোশাক-আশাক,কথাবার্তার স্টাইল দায়ী নয় ? এটা কি বিচ্ছিন্ন একটি সমস্যা ?? ইভ টিজিং একটি মেয়ের জন্য যেমন ক্ষতিকর, একটি উঠতি ছেলের জন্যও তেমনি ক্ষতিকর হল তার খুব সামনে দিয়ে একটি মেয়ে উত্তেজক পোশাক পরে, তার দেহের অনেকাংশ খোলা রেখে আবেদন সৃষ্টি করে চলেছে। এটাকে এডাম টিজিং ও বলা যেতে পারে।

এটা একটা পরিনত তরুনকেও উদ্বেলিত করে, (এমনকি যে কোন বয়সের পুরুষকে যে করে না সেটাও কেউ দাবী করতে পারবে না), কিশোরদের কতখানি করে তা না বললেও চলে। তার কাছে তখন আইন, সমাজ, পরিবার সব অন্ধকার। আমার কথা হোল যদি না মেয়েদের সারা দেহ দিয়ে ছেলেদের টিজিং করা বন্ধ না হয়, তবে ছেলেদের সামান্য মুখের টিজিং বন্ধ করবেন কিভাবে ? এইজন্য আসুন এই সামাজিক সমস্যায় শুধু ছেলেদের দায়ী না করে মেয়েদেরকেও উদ্বুদ্ধ করি যেন বিজাতীয়দের অনুকরনে শার্ট, টিশার্ট, জিন্স আমাদের দেশে না প্রবেশ করে। এই ধরনের পোশাক যারা পরে, ওড়না ছাড়া যারা চলাফেরা করে সর্বাগ্রে মেয়েদের পক্ষ থেকেই তাদের বিরত রাখার চেষ্টা করা উচিত। মেয়েরাই যদি রাস্তাঘাটে অফিসে, আদালতে এধরনের পোশাক পরিহিতা, চালচলনে অভ্যস্তদের এই বলে সতর্ক করে থাকে যে, আপনার কার্যকলাপ আরেকটি নিরীহ মেয়েকে বিপদের মুখে ঠেলে দিচ্ছে, সেটা গ্রহনযোগ্যতা পাবে অনেক বেশি।

আর সেইসাথে টিভি, ডিভিডি প্লেয়ার আর ইন্টারনেট যে জিনিষ ছড়াচ্ছে তার মধ্যে 'কেবল টিভি' র নিয়ন্ত্রন বাকী দুটি থেকে সহজতর। সেই জন্য এ ব্যাপারেও সামাজিক আন্দোলন গড়ে তুলুন যেন আমাদের ঘর থেকেই এর প্রতিবাদ আসে। যেন পর্যায়ক্রমে এইসব ক্ষতিকর চ্যানেল আমরাই ঘরে ঘরে বর্জন করি। দেশীয় চ্যানেলগুলোতে সুন্দরী প্রতিযোগিতার নামে সারা দেশের নারীসমাজের একটা অংশকে অবক্ষয়ের হাতিয়ার না বানাই। এইসব যারা করবে তাদের বাহবা নয়, ধিক্কার দিন।

দেখবেন আমাদের কিশোররাও তখন মেয়েদের সম্মান করতে শিখবে।


এর পর.....

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।