আমাদের কথা খুঁজে নিন

   

এভারেস্ট-এও ইন্টারনেট

ভালো ..তবে কালো

সম্প্রতি সুইডিশ মোবাইল অপারেটর টেলিয়াসোনেরার সহযোগী প্রতিষ্ঠান এনসেল বিশ্বের সব্বোর্চ থ্রিজি বেজ স্টেশন স্থাপনের দাবি করেছে মাউন্ট এভারেস্টে। ১৭ হাজার ফুট উঁচুতে স্থাপিত এই বেজ স্টেশন স্থাপনের ফলে পৃথিবীর সব্বোর্চ চূড়া মাউন্ট এভারেস্টেও এখন ইন্টারনেট নেটওয়ার্ক ব্যবহার করা সম্ভব হবে। খবর বিবিসি অনলাইনের। সংবাদমাধ্যমটির বরাতে জানা গেছে, এখন এভারেস্ট পর্বাতারোহীরা থ্রিজি মোবাইল নেটওয়ার্ক ব্যবহার করে মোবাইল ফোন ব্যবহার করতে পারবে। নেপালি টেলিকম ফার্ম এনসেল জানিয়েছে, এই নেটওয়ার্ক ব্যবহার করে পর্বতাহোরীরা ইন্টারনেট ব্যবহারের মাধ্যমে ভিডিও কল করতে পারবেন। এর আগে সেখানে কেবল স্যাটেলাইট ফোন এবং ভয়েস অনলি মোবাইল নেটওয়ার্ক ছিলো। তবে, এনসেল জানিয়েছে, এই নেটওয়ার্ক কতোটুকু সফলতার সঙ্গে অপারেট করা সম্ভব তা এখনও পরীক্ষা করে দেখা হয়নি। সংবাদমাধ্যমটির বরাতে জানা গেছে, এভারেস্টে মোবাইল সুবিধা পৌঁছে দিলেও নেপালের এক তৃতীয়াংশেরও কম লোক মোবাইল ফোন ব্যবহারের সুবিধা পাচ্ছে।


এর পর.....

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।