আমাদের কথা খুঁজে নিন

   

ভুলে যেওনা আমায়

পথের প্রান্তে আমার তীর্থ নয় ,,,,,পথের পাশেই আছে মোর দেবালয়
ভুলে যেওনা আমায় পারবে কি শিল্পী এ কথাটি লিখতে কোনো পাথরের গায়। না হয় খোদাই করো তুমি। মর্মর পাথরে, তাতে সোনালী আখরে। এমন করে লিখো যাতে ধুয়ে না যায় যেন জলে আর ঝড়ে । ফেলে দাওতো পাথরটা, নাও এই স্বর্নের পাত, এটাতেই লিখো, ঝুলে থাক কন্ঠের পরে, না থাকে যেন পরে পুরোনো সিন্দুক , বা কোনো আলমিরার ড্রয়ারে । কি ভাষায় লিখবে জানতে চাইছো ! লিখো সে ভাষায়.. যে ভাষা উঠেছে ফুটে চোখের তারায়। সুর্যের প্রখরতা আর চাঁদের ছটায়। দেখুক বিশ্ব চরাচর কি আকুলতায়। ভালোবাসি আমি তাকে পাগলের প্রায়। আনমনা কেন তুমি ... হাত কেন কেঁপে কেঁপে যায়... এরই মাঝে যদি বা সে ভুলে যায় আমায় !
 

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।

প্রাসঙ্গিক আরো কথা
Related contents feature is in beta version.