আমাদের কথা খুঁজে নিন

   

ছাগুরা এখন পাকিস্তানে। ওহে অবশিষ্ট ছাগুরা, যারা যারা পাকিস্তানে যাও নাই এখনো, দেখো তোমাদের ভাই ব্রাদাররা কত আরামে আছে।



গত পরশু একটা পোস্টে অনেক গুলো ছাগুকে পাকিস্তানে পাঠিয়েছিলাম। আজ দেখুন, তারা পাকিস্তানে গিয়ে কি করছে। মাশাল্লাহ, তারা বড়ই করিৎকর্মা। কাজ জুটিয়ে নিয়েছে । ১।

পাকিস্তানে পৌছার পর প্রথম দিন এই ভাবে দলে দলে নিজ গৃহে প্রবেশ করলো ছাগু গুলো। ২। পরের দিন সকালবেলা নতুন কাজের সন্ধানে যাচ্ছে সব ছাগু। আর যাই হোক, ঘাসে পেটে তো চলতে হবে। এই খানে তো আর মগবাজার নাই।

৩। এই ছাগুটা বেশি পড়ালেখা করতে পারে নাই, তাই সে চাকুরী পেলো বাড়ী পাহারা দেওয়ার। এই বাড়ীতি জামাতে ইসলামী পাকিস্তানের এক পাতি নেতার। ৪। এই ছাগুটার কপাল ভালো, তার মালিক তাকে মাঝে মাঝে শিশু পার্কে নিয়ে যায়।

৫। এই ছাগুটা সার্কাস পার্টিটে জয়েন করেছে। ৬। এই ছাগুটা নৃত্যকলায় পারদর্শী ছিলো। এখনো।

৭। এইটা গ্রামীণ চেকের মডেল হয়েছে । ৮। এইটা রংবাজ ছাগু। ৯।

এইটা বানর নাচ দেখাচ্ছে। ১০। এই ছাগুটা আর্মিতে জয়েন করছে। ১১। এইটা ছাগী, মডেলিং এ নামছে।

১২। কেমনে পরের মাথায় কাঠাল ভেংগে খেতে হয়, এই ছাগুটা খুব ভালো করে জানতো। ১৩। ছাগলামী বেশি করতে গিয়ে এই ছাগুটা পুলিশের হাতে ধরা পড়েছে। ১৪।

২ দিন হাজত বাসের পর ছাড়া পেয়ে এই ছাগুটা আনন্দে আত্মহারা। ১৫। এই ছাগুটা পান্জেরী শিল্পগোষ্ঠীর সদস্য ছিলো। এখন ব্যান্ড মিউজিক করে। ১৬।

এই ছাগুটা ডাইলখোর ছাগু। ১৭। এইছাগু গুলো ছাগদৌড় দেওয়ার জন্য প্রিপারেশন নিচ্ছে। ১৮। ছাগুদৌড় দেখেন।

১৯। টাওয়ারে বসে ছাগুদৌড় দেখছে। ২০। এই ছাগুটা দৌড়ে প্রথম হয়েছে। (সে নাকি শিবিরের সভাপতি ছিলো, পুলিশের চেয়ে ভালো দৌড়াতে পারে সে) ২১।

এই ছাগু গুলো আর্মির ট্রেনিংয়ে যাচ্ছে। ২২। এই ছাগুটা মানুষ হওয়ার চেষ্টা করছে, কিন্তু পারছে না। ২৩। এইটা ছাগুটিজার।

এক ছাগীকে কারিশমা দেখাচ্ছে, মন গলানোর চেষ্টা করছে। ২৪। এইটা শান্তিকামী হওয়ার চেষ্টা করছে। আর রগ কাটা ঠিক নয়, এই বাণী প্রচার করছে। ২৫।

পাকিস্তানে পৌছে জীবনটাই সার্থক হলো, এই ভাবে আদর করে কেউ কোলে তুলে নাই। নিচের ছাগুটা এই চিন্তা করছে। ২৬। কোলে উঠার পরে কি হাসিটাই না দিলো। ২৭।

তার পর চিন্তা করছে, এখন থেকে মনে প্রাণে পাকিস্তানি। ২৮। এইটা বাকী সকল ছাগুকে অতি সত্বর পাকিস্তান যাওয়ার আহ্ববান জানাচ্ছে। আর যারা গতদিন পাকিস্তানে যেতে পারো নাই, তোমাদের জন্য আমার সার্ভিসটা এখনো চালু আছে। ওহে ছাগু সম্প্রদায়, তোমরা সমগ্র সামুতে না ল্যাদাইয়া আমার এই পোস্টে ল্যাদাও।

আমার বড় গাড়ীতে সব পরিষ্কার করে ফেলে দিতে পারবো। সামু টু পাকিস্তান, ডাইরেক্ট সার্ভিস

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।

প্রাসঙ্গিক আরো কথা
Related contents feature is in beta version.