আমাদের কথা খুঁজে নিন

   

ইনশাল্লাহ্ এই ২২ মাসে যেভাবে আমরা আমাদের আইনশৃঙ্খলা পরিস্থিতি শক্ত হাতে রক্ষা করতে পেরেছি, ইনশাল্লাহ্ আগামীতেও হবে



দেশ টেলিভিশন ভবনে বোমা হামলাকে একটি বিচ্ছিন্ন ঘটনা হিসেবে মন্তব্য করেছেন স্বরাষ্ট্রমন্ত্রী সাহারা খাতুন। শুক্রবার রাজধানীর ধানমন্ডিতে আয়োজিত আন্তঃবিভাগীয় হ্যান্ডবল প্রতিযোগিতায় সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে এ কথা বলেন তিনি। সরকার সব ব্যাপারে সতর্ক আছে-এ কথা উল্লেখ করে স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, "দেশ টিভিতে বোমা হামলা একটি বিচ্ছিন্ন ঘটনা। সে ব্যাপারে আমরা সতর্ক আছি। " তিনি আরো বলেন, "ইনশাল্লাহ্ এই ২২ মাসে যেভাবে আমরা আমাদের আইনশৃঙ্খলা পরিস্থিতি শক্ত হাতে রক্ষা করতে পেরেছি, ইনশাল্লাহ্ আগামীতেও হবে।

" এ সময় দেশবসীকে আতঙ্কিত না হওয়ার আহ্বান জানিয়ে সাহারা খাতুন বলেন, যেকোনো অরাজক পরিস্থিতি মোকাবেলায় সরকার প্রস্তুত আছে। এদিকে, দেশ টিভি ও ভোরের কাগজ পত্রিকা কার্যালয়ে বোমা হামলার ১৭ ঘণ্টা পার হয়ে গেলেও এখনও এ ঘটনার সঙ্গে জড়িতদের সনাক্ত করা যায়নি। পুলিশ জানিয়েছে, প্রকৃত অপরাধীকে আটক করতে তাদের কার্যক্রম অব্যাহত রেখেছে। দেশ টিভির পক্ষ থেকে রমনা থানায় বৃহস্পতিবার রাতে বোমা হামলা সংক্রান্ত একটি সাধারণ ডায়েরি (জিডি) করা হয়। এরপর থেকেই পুলিশ তাদের কাজ শুরু করে।

বৃহস্পতিবার রাত সাড়ে ৯টার দিকে দেশ টিভি-ভোরের কাগজ কার্যালয়ে বোমা হামলা চালান অজ্ঞাতনামা সন্ত্রাসীরা। এ সময় মোটরসাইকেলে করে দুই দুষ্কৃতিকারী রাজধানীর মৌচাক মোড়ে কর্ণফুলী মিডিয়া পয়েন্ট ভবনে বোমা ছুড়ে মারে। তীব্র বিস্ফোরণে ভবনের প্রবেশ গেট চূর্ণবিচূর্ণ হয়ে যায়। তবে এ ঘটনায় কেউ হতাহত হয়নি। খবর পেয়ে পুলিশ-র্যাবসহ আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর ঊর্ধ্বতন কর্মকর্তারা ঘটনাস্থলে ছুটে যান।

তারা জায়গাটি কর্ডন করে বিভিন্ন আলামত সংগ্রহ করেন। এ ভবনে দৈনিক ভোরের কাগজ ও দৈনিক দিনের শেষের কার্যালয় রয়েছে। বোমা হামলার ঘটনায় সাংবাদিক ও মিডিয়া কর্মীদের মধ্যে আতঙ্ক ছড়িয়ে পড়েছে।

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।

প্রাসঙ্গিক আরো কথা
Related contents feature is in beta version.