আমাদের কথা খুঁজে নিন

   

সাম্প্রদায়িকতায় শিবসেনা বজরংদল ও আরএসএসকেও ছাড়িয়ে গেল অদিতি গায়েন


মুসলিম মহিলাদের ধর্মীয় পোষাককে পতিতাদের পোষাক বলা কিংবা গরু গোশতের প্রতি বিদ্বেষ ছড়িয়ে অদিতি গায়েন সাম্প্রদায়িকতার নিকৃষ্ট চূড়ায় উঠে পড়েছে। ভারতের শিবসেনা-বজরংদল কিংবা আরএসএসও বোধকরি বাংলাদেশে এসে প্রকাশ্যে এ ধরনের বক্তব্য দেয়ার সাহস পেতো না। কুমুদবন্ধু গাইনের মেয়ে (উপসচিব কৃষ্ণা গায়েন ও শিক্ষক কাবেরী গায়েনের বোন) অদিতি ফালগুনি গায়েনের ছড়ানো সাম্প্রদায়িকতার বিষবাষ্প দেশে হতাবাক হয়েছে বাঙালী জাতি। শিক্ষক কাবেরী গায়েন অবশ্য সংখ্যালঘু আন্দোলনের নামে বহুদিন ধরে হিন্দুত্ববাদীদের দালালি করেছে। আর অদিতিও ‘আসক’ (আইন ও সালিশ কেন্দ্র) সদস্য হয়ে সুলতানা চক্রবর্তীদের সাথে ইসলামি শরীয়া আইনগুলোগুলো বিরুদ্ধে বলে যাচ্ছে। তবে আমি ব্যক্তিগতভাবে বাংলার সাধ্বী ঋতাম্ভরাকে বলবো, এ দেশে আপনার মূল্যায়ন হবে না, আপনি এদেশ দেশ ছেড়ে হিন্দুস্থানে চলে যান এবং দুর্গাবাহিনীতে (বজরং দলের মহিলা সংগঠন) যোগদান করুন, সেখানেই আপনি সঠিক মূল্যায়ন পাবেন বলে মনে করি।
 

সোর্স: http://www.somewhereinblog.net     দেখা হয়েছে ১৪ বার

এর পর.....

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।