আমাদের কথা খুঁজে নিন

   

আলোহীন ভোলায় বিদ্যুৎ অফিসে হামলা

মঙ্গলবার দুপুরে জেলা বিজেপি কার্যালয় থেকে বিদ্যুতের দাবিতে বিক্ষোভ মিছিল বের করে। পরে সেখান থেকেই বিদ্যুৎ অফিস ঘেরাও ও হামলার ঘটনা ঘটে বলে জানিয়েছে প্রত্যক্ষদর্শীরা।
গ্যাসভিত্তিক রেন্টাল পাওয়ার প্ল্যান্ট বিকল হয়ে যাবার পর গত শনিবার রাত থেকে ভোলা বিদ্যুৎহীন অবস্থায় রয়েছে। অবহেলার অভিযোগে ইতোমধ্যে ভোলা বিদ্যুৎ বিভাগের নির্বাহী প্রকৌশলীকে সাময়িক বরখাস্ত করা হয়েছে।
এদিকে তেঁতুলিয়া নদীর তলদেশ দিয়ে গ্রিড লাইনের সাবমেরিন ক্যাবল প্রতিস্থাপনের কাজ চলছে বলে জানিয়েছে ভোলার বিদ্যুৎ সরবরাহের দায়িত্বে থাকা ওয়েস্ট জোন পাওয়ার ডিস্ট্রিবিউশন কোম্পানির (ওজোপাডিকো) কর্মকর্তারা।


তবে কখন থেকে ভোলায় পুনরায় বিদ্যুৎ সরবরাহ চালু হবে তার সঠিক সময় জানাতে পারেননি তারা।
প্রত্যক্ষদর্শীরা জানান, দুপুর ১২টার দিকে জেলা বিজেপি কার্যালয় থেকে বিদ্যুতের দাবিতে একটি বিক্ষোভ মিছিল বের হয়। মিছিলটি সদর রোড এলাকায় এলে তাদের সঙ্গে বিক্ষুব্ধ জনতাও যোগ দেয়।
একপর্যায়ে কালীনাথ রায়ের বাজারের ওজোপাডিকো কার্যালয়ে হামলা ও ইটপাটকেল নিক্ষেপ করে জনতা। পরে পুলিশ গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।


এদিকে ওজোপাডিকোর ব্যবস্থাপনা পরিচালক আবুল কালাম আজাদ, প্রধান প্রকৌশলী সরিফ উদ্দিন, প্রধান প্রকৌশলী (কারিগরি) গৌতম কুমার পন্ডিত তেঁতুলিয়া নদীর তলদেশ দিয়ে গ্রিড লাইনের সাব মেরিন ক্যাবল প্রতিস্থাপন কাজ তদারকি করছেন।
ওজোপাডিকোর ব্যবস্থাপনা পরিচালক আবুল কালাম আজাদ আজাদ বিকালে বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানান, এ কাজ সম্পন্ন হলেই জাতীয় গ্রিডের সঙ্গে সংযুক্ত হবে ভোলা।
“আগামী ১২ ঘণ্টার মধ্যে এ কাজ সম্পন্ন হবে। ”
এছাড়া ভোলার গ্যাসভিত্তিক রেন্টাল পাওয়ার প্লান্ট এর ব্যবস্থাপক হাফিজুর রহমান জানান, ভারত থেকে বিশেষজ্ঞরা বুধবার এসে পৌঁছবে। তখন প্ল্যান্টের কাজ শুরু হবে।


সোর্স: http://bangla.bdnews24.com

এর পর.....

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।