আমাদের কথা খুঁজে নিন

   

আলোহীন প্রদীপ যদি কোনদিন আলেদিতে শুরু করে

আলোর দরজা

কি ভিষণ সব যড়যন্ত্র করি প্রতিনিয়ত নিজের সাথে সব জেনেও না জানার ভান ধরে থাকি কে বলে ইশ্বরকে দেখা যায় না আমিতো দেখি প্রতি নিয়তোই কি অদ্ভুত প্রদিপ জ্বালায়েছি কিন্তু আলো ছড়ায়ইনি কোন দিকে আমিতো দেখি জ্বলছে প্রদিপ আলোবিহীন কে আছো এমন বিশ্বাসী বলো ভযংকর সব যন্ত্রনা হয় আমার হৃদয়ে প্রিয়াকে কাছে পেয়েও না পাওয়ার যন্ত্রনায় এখন আমি মনের কথা জানি সবার সময় যা শেখায় তাই শিখি আর বন্ধ রাখি সব জানালা আলোহীন প্রদীপ যদি কোনদিন আলেদিতে শুরু করে আর সেই আলো যেন তোমাদের আলোতে মিসে না যায়।

সোর্স: http://www.somewhereinblog.net     দেখা হয়েছে বার

এর পর.....

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।