আমাদের কথা খুঁজে নিন

   

সাবিকুন নাহার রুনা

সবার কাছেই ভূয়সী প্রশংসা কুড়ানো

গ্রেড ১২ মেধাবী শিক্ষার্থী সাবিকুন নাহার রুনা ট্যালেন্ট হান্ট প্রতিযোগিতার শেরপুর থেকে প্রথম এবং গাজীপুর জেলায় দ্বিতীয় হয়ে সবাইকে তাক লাগিয়ে দিয়েছিলেন। ১৭ বছর বয়স্ক রুনা ২০১২-এর এপ্রিলে শ্রীলঙ্কায় শিশুদের সুরক্ষায় নানাবিধ সচেতনতা বৃদ্ধির 'ইনভলবিং চিলড্রেন ইন দেয়ার ওয়ন প্রটেকশন' প্রোগ্রামে অংশগ্রহণ করেছিলেন। ২০১৩ সালে রুনা বাংলাদেশ সরকারের মেধা অন্বেষণে শেরপুর থেকে প্রথম স্থান লাভ করেন। রুনার বাবা-মা দুজনই শিক্ষক। রুনার বাবা গজারিয়া মাদ্রাসার প্রধান শিক্ষক, তার মা একই মাদ্রাসার শিক্ষিকা।

তার একটি ছোট বোন আছে। খুবই সাধারণ ঘরের মেয়ে রুনা, শিশু অধিকার ও শিশুদের উন্নয়নে একটি স্থানীয় সভায় নিজের মত প্রকাশ করে এবং চিলড্রেন অর্গানাইজেশনের সদস্য হন। এরপর নিয়মিত চিলড্রেন অর্গানাইজেশনের সভাগুলোয় তিনি সক্রিয় হয়ে উঠেন। শিশুদের আত্দসুরক্ষার ওপর একটি বিশেষায়িত প্রশিক্ষণে শ্রীলঙ্কায় ছয় দিনের প্রোগ্রামে রুনা তার সমাজের শিশুদের পারিপাশ্বর্িক অবস্থা তুলে ধরেন। শিশুদের আত্দসুরক্ষার বিষয়গুলো নিয়ে তার দেওয়া স্টলটি সমাদৃত হয়।

রুনা বর্তমানে বাল্যবিবাহ রোধ, শিশুসুরক্ষা, শিশু নির্যাতনের বিষয়গুলো নিয়ে সচেতনতা বৃদ্ধিতে কাজ করে যাচ্ছেন। অল্প বয়সে শিশুদের বিবাহ না দেওয়ার জন্য তিনি তার কমিউনিটির মানুষকে নানাভাবে বোঝানোর কাজ করে যাচ্ছেন। তিনি এখন মেয়ে ও নারী ফোরামের একজন সদস্য।

 

 

সোর্স: http://www.bd-pratidin.com/

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।

প্রাসঙ্গিক আরো কথা
Related contents feature is in beta version.