আমাদের কথা খুঁজে নিন

   

এবাউট জিএম শুভ - আমার সম্পর্কে আমারই কিছু কথা

আমি আন্তরিক ভাবে দুঃখিত আপনাকে মানসিক ভাবে নির্যাতন করার জন্য। কারন আমার লেখা পড়ে আপনি বিরক্ত হতেই পারেন। । আরেকটু বিরক্ত হতে চাইলে ঘুরে আসতে পারেন আমার ওয়েবসাইট http://gmshovo.info থেকে

আর দশজন টিনেজ এর মতোই আমি। ঘুমের ঘোরে অলীক স্বপ্ন আর বাস্তবে নিজেকে নিয়ে ব্যস্ত থাকি।

নিজেকে নিয়ে বলতে আমার জীবনের অবিচ্ছিন্ন উপাদানগুলোকে নিয়ে ব্যাস্ত থাকি। বন্ধু-বান্ধব,পরিবার,ইন্টারনেট,পত্রিকা,বই,কম্পিউটার আর মোবাইল আমার জীবনের অবিচ্ছিন্ন উপাদান। এগুলোর সাথে আমার নিরবিচ্ছিন্ন সংযোগই আমার জীবনের মূল চালিকাশক্তি। পড়ালেখার পাশাপাশি ব্লগিং,ওয়েবসাইট ডিজাইনিং ,এসইও নিয়ে ঘাটাঘাটি করি। ফটোগ্রাফির প্রতিও বেশ ঝোক আছে।

এখনো সিঙ্গেল,আপাতত এইসবে নিজেকে জড়াতেও চাচ্ছি না। ভবিষ্যতে ডাক্তার হওয়ার ইচ্ছা আছে,যদিও ইচ্ছাটা আমার পরিবার চাপিয়ে দিয়েছে। ডাক্তার হলেও সম্ভবত খুব খারাপ ডাক্তার হব। BMARPC থেকে একাদশ শ্রেনীতে পড়ছি। কোনো এক মনীষী বলেছিলেন, জীবনে মাত্র তিনটি জিনিষ প্রয়োজন-বই,বই এবং বই।

কিন্তু আমার ক্ষেত্রে ভিন্ন ব্যাপার, আমার জীবনে তিনটি জিনিষ নয় মাত্র দুটি জিনিষ প্রয়োজন- ইন্টারনেট সংযোগ আর একটা কম্পিউটার। ডরোথিয়া বলেছিলেন, আমি শয্যাশায়ী অবস্থায় ও কিছু না কিছু কাজ করে যাব। আর আমি বলব, “শয্যাশায়ী অবস্থায়ও আমি ইন্টারনেট চালিয়ে যাব”। আমার জীবনে ইন্টারনেট বিরাট প্রভাব বিস্তার করে আছে। প্রতিদিন ঘন্টার পর ঘন্টা ফেসবুক আর ব্লগে কাটিয়ে দেই।

ফেসবুক আর ব্লগে যেই সময় ব্যয় করা হয় তা যদি পড়ালেখার কাজে লাগাতাম,তাহলে আমার বাবা-মা সম্ভবত হাফ ছেড়ে বাচতেন এই ভেবে যে,আমার পেছনে করা তাদের বিনিয়োগ বোধহয় বৃথা যাবে না। শুধু যে ইন্টারনেটের পেছনে সময় ব্যয় করি তা নয়। আরো দুটি কাজেও বেশ ভালো সময় দেই। সেগুলো হচ্ছে, বই ও পত্রিকা পড়া। বই পড়ার এতো নেশা যে, কয়েকবার বই চুরি করেছিলাম।

এখন পর্যন্ত প্রেম বা ভালোবাসার মত ব্যাপারে জড়াই নি, সম্ভবত আমার তেমন গুড লুক নেই যা রমনীদের আকর্ষন করবে তাই। আপাতত এইসবে নিজে কে জড়াতেও চাচ্ছি না,তবে একদমই যে ইচ্ছা নাই এমনও না। যেখানে অর্থ নেই সেখানে নাকি ভালোবাসা দূর্লভ। যেহেতু আমার তেমন অর্থ নেই তাই আপাতত প্রেম ভালোবাসার মতো দূর্লভ জিনিশ আমার জীবনে আসে নি। তবে সর্বদাই কামনা করি, কারো হাত ধরে এই দূর্লভ জিনিশটা আমার জীবনে চলে আসবে।

উমম... পড়ালেখার ব্যাপারেও কিছু বলা প্রয়োজন!! BMARPC তে একাদশ শ্রেনীতে পড়ছি। কখনোই শিক্ষকদের প্রিয়পাত্র ছিলাম না বলা চলে। তবে একদমই পড়ালেখা করি না তা নয়। খেলাধুলা তেমন একটা পারি না। আগে ক্রিকেট খুব ভাল পারতাম কিন্তু এখন কীভাবে ব্যাট ধরতে হয় সেটাই সম্ভবত ভূলে গেছি।

তবে খেলা দেখতে খুব পছন্দ করি আমি। ক্রিকেটে আশরাফুল,ফুটবলে মেসি ও দ্রগবা,টেনিসে রজার ফেদেরার ও মারিয়া শারাপোভার বড় ফ্যান আমি। তেমন বন্ধুবান্ধব নাই আমার, সম্ভবত আমি সবার সাথে খুব সহজে মিশতে পারি না তাই। তবে আমার দুজন ভালো বন্ধু আছে, যারা আমার বায়োডাটা আমার চেয়ে ভালোভাবে লিখতে পারবে। বন্ধুদের সাথে ঘুরতে ভালোবাসি।

অবসর সময়ে মুভি দেখি,পরিবারের সবার সাথে আড্ডা দেই। খাবার-দাবার এর প্রতি তেমন আগ্রহ নাই (আমার পরিবার বলে)। প্রিয় কোন খাবার নাই। বিশাল বড় যৌথ পরিবার আমাদের। প্রায়ই আমার পরিবার নিয়ে আমি গর্ব করি।

আমি একজন বিশ্বাসী মানুষ। মানুষকে খুব সহজে বিশ্বাস করি। নতুন কিছু জানার প্রতি আমার ব্যাপক আগ্রহ। আমি বিশ্বাস করি, নিজের ভেতর থেকে পালিয়ে যাওয়ার অর্থ হচ্ছে প্রতিবেশীর ঘাড়ের উপর গিয়ে পড়া নয়তো তার গলার দিকে ঝাপ দেওয়া। আর তাই আমি সবসময় নিজেকে নিয়ে গবেষনা করি,চেষ্টা করি নিজের মতো করেই নিজেকে চালাতে।

আর চেষ্টা করি নিজেকে অলওয়েজ নির্ভার রাখতে।

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।