আমাদের কথা খুঁজে নিন

   

আপনার একটি সাহায্যে যদি সুন্দর হয় একটি জীবন!!! কষ্ট করে সম্পূর্ণ পোস্ট টি পড়ে ১ টি কমেন্ট করবেন প্লিজ!!

প্রিয় ভাই ও বোনরা  আসালামুয়ালায়কুম, আশা করি সবাই ভালো এবং সুস্থ্য আছেন, আজ আমি আপনাদের কাছে একটা হেল্প এর জন্য আসলাম,....... আশা করি আপনারা একটা সমাধান দিতে পারবেন,
আজ আমি যার কথা বলব সে আমার বেস্ট ফ্রেন্ড, তার নাম..... সে চট্টগ্রাম থাকে.. তার বাবার নাম.... তার বাবা এ ছিল তার শিক্ষক.. সে এক সময় চট্টগ্রাম এর সনাম ধন্য স্কুল কলেজিয়েট এ পড়ত. এবং সে এই স্কুল থেকে এসএসসি  তে সাইন্স থেকে  গোল্ডেন এ+ পায়.. তারপর সে চট্টগ্রাম সিটি কলেজ এ ভর্তি হয়... সুন্দর ভাবে ফার্স্ট ইয়ার এবং সেকেন্ড ইয়ার শেষ হলো তাদের ফাইনাল পরীক্ষা চলাকালীন অবস্থায় তার পিতা মৃত্যু বরণ করেন.. এই অবস্থা তে সে দুইটা পরীক্ষা দেওয়ার পর আর কোনো পরীক্ষায় অংশ গ্রহণ করে নি....
তাদের পরিবার তখন ওই অবস্থা তে মোটামুটি ছন্নছাড়া হয়ে গেল.... মোটামুটি ওই বছর টা কোনো মতে কাটল.. তার সকল বন্ধু পাস করসে মিষ্টি পাঠায় কিন্তু সে ও তো আজ পাস করত.... ঐদিন ও খুব কান্না করসিলো.... তারপর তাকে সবাই অনেক বলসে আবার পরীক্ষা দেবার জন্য কিন্তু সে রাজি ছিল না.... পরবর্তিতে তার মা এবং আমরা বন্ধু রা মিলে তাকে অনেক বুজাই... তারপর সে রাজি হয়... সেকেন্ডটাইম ২০১২ সে আবার পরীক্ষা দিল... কোনো পড়ালেখা ছাড়া... মোটামুটি সব বিষয় এ পাস করলো শধু ফিজিক্স ছাড়া.... মোট জি পি এ: ফেল...
ঐদিন সে ফেল করে তার মধ্যে তেমন কোনো ফিলিংস ছিল না.... সবাই বলে তাকে আবার পরীক্ষা দেওয়ালাম ২০১৩... শুদু এক সাবজেক্ট..ফিজিক্স... ২০১৩ তে ও ফেল করলো..... এইবার সে সত্তিই অনেক দুক্খ পেল.... খুব কান্না করলো...
আমি জানি সে অনেক ভালো স্টুডেন্ট... সে চাইলে ই পাস করতে পারতো... কিন্তু সে পরে নি তাই ফলাফল ফেল.... এইবার ফেল করার পর তাকে সবাই দুরে সরাই দিসে.....
৩ বছর পর সে এইবার বলল আমি আবার পরীক্ষা দিব এবং সব সাবজেক্ট আবার পরীক্ষা দিব.. এবং ভালো রেজাল্ট ও করব.. এবং আমিও তাই বিশ্বাস করি ও এইবার খুব ভালো একটা রেজাল্ট করবে ইনসাল্লাহ.. কারণ আমার সাথে যখন স্কুল এ ছিল তখন তার রোল ছিল ২ কলেজিয়াট স্কুল এর রোল চাট্টিখানি কথা নয়... আর আজ ওর এই অবস্থা....
দুক্খিত্ত আপনাদের অনেক সময় নষ্ট করছি.... কর জোর করে ক্ষমা চেয়ে নিলাম....
গতকাল ও আমাকে বলল দোস্ত আমার জন্য এমন কোনো ইউনিভার্সিটি বা কোর্স দেখ যেটা এসএসসি পাস করে এবং এইচ এস সি পরা অবস্থায় করা যায়..... এর জন্য সে বাংলাদেশ এর যেকোনো জায়গায় গিয়ে পড়তে রাজি আছে.... যেমন এমন কোনো ইউনিভার্সিটি কি আছে যেখান থেকে সে কম্পিউটার সাইন্স, বা এলএলবি বা বিবিএ অথবা যেকোনো হনার্স.. আছে কি এমন কোনো সুবিধা....... যদি থাকে তাহলে ও সেখানে ভর্তি হয়ে আবার নতুন করে সব কিছু সাজিয়ে নিবে........................ আশা করছি একটা সুন্ধর সমাধান দিবেন.... আল্লাহ আপনার ভালো করুক.... আল্লাহ হাফেজ...

সোর্স: http://www.techtunes.com.bd/

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।

প্রাসঙ্গিক আরো কথা
Related contents feature is in beta version.