আমাদের কথা খুঁজে নিন

   

কাঠমুন্ডুতে প্রতিদিন ফ্লাইট ইউনাইটেডের

বেসরকারি বিমান সংস্থা ইউনাইটেড এয়ারওয়েজ (বিডি) লিমিটেড আগামী ২৪ আগস্ট থেকে প্রতিদিন ফ্লাইট শুরু করতে যাচ্ছে ঢাকা-কাঠমুন্ডু-ঢাকা রুটে।ঢাকা-কাঠমুন্ডুর জন্য সর্বনিম্ন স্পেশাল রিটার্ন ভাড়া নির্ধারণ করা হয়েছে ১৬ হাজার ৮৮৮ টাকা (ট্যাক্স ও সারচার্জসহ)। ওয়ান ওয়ের জন্য সর্বনিম্ন ভাড়া নির্ধারণ করা হয়েছে ৭ হাজার ৫৮৯ টাকা (ট্যাক্স ও সারচার্জসহ)। প্রতিদিন বিকেল ৪টায় ঢাকা থেকে কাঠমুন্ডুর উদ্দেশ্যে ছেড়ে যাবে এবং কাঠমুন্ডু থেকে স্থানীয় সময় বিকাল ৫টা ৫০ মিনিটে ঢাকার উদ্দেশ্যে ছেড়ে আসবে।  ইউনাইটেড এয়ারওয়েজ বর্তমানে ঢাকা থেকে আন্তর্জাতিক রুট জেদ্দা, দুবাই, মাস্কাট, কুয়ালালামপুর, ব্যাংকক, কাঠমুন্ডু, কলকাতা এবং চট্টগ্রাম থেকে মাস্কাট ও কলকাতা রুটে ফ্লাইট পরিচালনা করছে।ঢাকা থেকে আন্তর্জাতিক রুট ছাড়াও অভ্যন্তরীণ সব রুটে যেমন চট্টগ্রাম, কক্সবাজার, সিলেট, যশোর, রাজশাহী, সৈয়দপুর ও বরিশাল রুটে ফ্লাইট পরিচালনা করছে। আগামী সেপ্টেম্বর থেকে ঢাকা-সিঙ্গাপুর ও ঢাকা-দোহা রুটে ফ্লাইট পরিচালনা শুরু করার পরিকল্পনা রয়েছে। খুব শিগগিরই ঢাকা-ইয়াংগুন ও ঢাকা-করাচি রুটেও ফ্লাইট পরিচালনার পরিকল্পনা রয়েছে। এছাড়া অভ্যন্তরীণ সেক্টরে ঢাকা-ইশ্বরদী রুটে ফ্লাইট পরিচালনার পরিকল্পনা রয়েছে।   

সোর্স: http://www.bd-pratidin.com/     দেখা হয়েছে বার

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।