আমাদের কথা খুঁজে নিন

   

প্যানেল চেয়ারম্যান হচ্ছেন মাহমুদূল আমীন চৌধুরী

নামগুলো এখন সবারই জানা। যদিও দুর্নীতিবিরোধী নীতিমালার কারণে বিসিবির পক্ষ থেকে আনুষ্ঠানিকভাবে কারও নামই বলা হয়নি। ডিসিপ্লিনারি প্যানেলের জন্য দু-এক দিন অপেক্ষা করতে বলেছিলেন বিসিবির সভাপতি নাজমুল হাসান। সে অপেক্ষাও সম্ভবত আজকালের মধ্যেই শেষ হচ্ছে। ইতিমধ্যেই ফিক্সিংয়ের অভিযোগ শুনানির জন্য সাবেক প্রধান বিচারপতি মাহমুদূল আমীন চৌধুরীকে প্রধান করে ডিসিপ্লিনারি প্যানেল গঠনের সিদ্ধান্ত নিয়েছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)।

গতকাল সন্ধ্যায় বিচারপতি মাহমুদূল আমীন চৌধুরী প্রথম আলোকে জানিয়েছেন, প্যানেলের চেয়ারম্যান হতে বিসিবি তাঁর সঙ্গে যোগাযোগ করার পর তিনিও সম্মতি দিয়েছেন। বিসিবির নীতিমালা অনুযায়ী চেয়ারম্যান কমপক্ষে ১০ জনকে বেছে নেবেন এই প্যানেলে। এঁদের মধ্য থেকেই একজনকে আহ্বায়ক করে তিন সদস্যের ট্রাইব্যুনালও গঠন করবেন তিনি।  পরশু বিকেলে আইসিসি ও বিসিবির যৌথ সংবাদ সম্মেলনে বিপিএলের দ্বিতীয় আসরে নয়জনের বিরুদ্ধে ফিক্সিংয়ে জড়িত থাকা বা ফিক্সিংয়ের কথা জেনেও সেটা যথাযথ কর্তৃপক্ষকে না জানানোর অভিযোগ আনা হয়েছে। সংবাদ সম্মেলনে কারও নাম প্রকাশ করা না হলেও এরই মধ্যে জানা হয়ে গেছে এই নয়জনই ঢাকা গ্ল্যাডিয়েটরসের এবং যাঁদের ছয়জন বাংলাদেশি ও তিনজন বিদেশি।

আগেই অপরাধ স্বীকার করা মোহাম্মদ আশরাফুল ছাড়া অভিযুক্ত বাকি আটজন গ্ল্যাডিয়েটরসের মালিক সেলিম চৌধুরী, তাঁর ছেলে শিহাব চৌধুরী, প্রধান নির্বাহী ভারতের গওহর রাওয়াত, তিন বোলার মোশাররফ হোসেন (রুবেল), মাহবুবুল আলম (রবিন) ও শ্রীলঙ্কার কৌশল লোকুয়ারাচ্চি, ইংলিশ ব্যাটসম্যান ড্যারেন স্টিভেনস এবং বোলিং কোচ মোহাম্মদ রফিক। পরশু সকালেই অভিযুক্তদের কাছে অভিযোগপত্র পাঠানো হয়েছে। অপরাধ স্বীকার অথবা নির্দোষ প্রমাণিত হওয়ার জন্য লড়বেন কি না, তা জানানোর জন্য ১৪ দিন সময় দেওয়া হয়েছে অভিযুক্তদের। তাঁদের সাময়িক নিষেধাজ্ঞাও তাৎক্ষণিকভাবেই কার্যকর হয়েছে বলে জানিয়েছেন বিসিবির প্রধান নির্বাহী নিজাম উদ্দিন চৌধুরী, ‘যাঁদের নাম এসেছে, তাঁদের সাময়িকভাবে নিষিদ্ধ করা হয়েছে এবং যাঁরা নিষিদ্ধ হয়েছেন, তাঁরাও ব্যাপারটা জানেন। ’।

সোর্স: http://www.prothom-alo.com     দেখা হয়েছে বার

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।

প্রাসঙ্গিক আরো কথা
Related contents feature is in beta version.