আমাদের কথা খুঁজে নিন

   

সম্মিলিত পরিষদের প্যানেল ঘোষণা আজ

বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) নির্বাচন ১০ অক্টোবর। যদিও তখন বাংলাদেশ-নিউজিল্যান্ড সিরিজের প্রথম টেস্ট চলতে থাকবে চট্টগ্রাম জহুর আহম্মেদ চৌধুরী স্টেডিয়ামে। দেশের ক্রিকেটপ্রেমীরা যখন উপভোগ করতে থাকবেন টেস্ট ক্রিকেট, তখন ক্রিকেট কর্মকর্তারা ব্যস্ত থাকবেন নির্বাচন নিয়ে। সেই নির্বাচনে অংশ নেবেন বিসিবির বর্তমান সভাপতি নাজমুল হাসান পাপন। সাবের হোসেন চৌধুরীও বিসিবির বর্তমান সভাপতির নেতৃত্বে নির্বাচনে অংশ নিচ্ছে সম্মিলিত পরিষদ।

পরিষদের ক্যাটাগরি 'বি' প্রার্থীদের আজ পরিচয় করিয়ে দেওয়া হবে রূপসী বাংলা হোটেলে।

দিন দুই আগে বিসিবির নির্বাচনের ১৭২ কাউন্সিলরের নাম প্রকাশ করেছে জাতীয় ক্রীড়া পরিষদ (এনএসসি)। বিসিবির এবারের নির্বাচন হবে তিন ক্যাটাগরিতে। ক্যাটাগরি 'এ' ৭০ কাউন্সিলর নির্বাচন করবেন ১০ পরিচালক। অথচ ক্যাটাগরি 'এ' কাউন্সিলর সত্যিকার সংখ্যা ৭১।

চিঠি পাওয়ার পরও মেহেরপুর জেলা নাম পাঠায়নি কাউন্সিলরের। ১০ পরিচালকের দুই জন করে নির্বাচিত হবে ঢাকা ও চট্টগ্রাম বিভাগ থেকে। বাকি ৬টি কাউন্সিলর নির্বাচিত হবে রংপুর, খুলনা, বরিশাল, সিলেট ও রাজশাহী বিভাগ থেকে। ক্যাটাগরি 'বি' ৫৮ কাউন্সিলর নির্বাচিত করবেন ১২ পরিচালক। ৫৮ কাউন্সিলর এসেছে ৫২ ক্লাব থেকে।

প্রিমিয়ার বিভাগ ক্রিকেটের ভিক্টোরিয়া, গাজী ট্যাংক, প্রাইম ব্যাংক, শেখ জামাল ধানমন্ডি ক্লাব, আবাহনী ও মোহামেডান স্পোর্টিং ক্লাবের কাউন্সিলর দুটি করে। ক্যাটাগরি 'সি' থেকে নির্বাচিত হবেন একজন পরিচালক।

আজ সম্মিলিত পরিষদ ক্লাব ক্যাটাগরির পরিচালক প্রার্থীদের পরিচয় করিয়ে দেবে। তবে এ সংগঠনের অন্যতম সদস্য জালাল ইউনুস বলেছেন, 'আমরা আজ প্রার্থীদের পরিচয় করিয়ে দেব। তবে সেটা ১২ জন নয়।

১৪-১৫ জন হবে। জালাল ইউনুস বেশি সংখ্যক লোকের কথা বললেও ক্লাব ক্যাটাগরির ১২ প্রার্থী মোটামুটি চূড়ান্ত করা হয়েছে। নাজমুল হাসান আবাহনী ক্লাবের কাউন্সিলর। কিন্তু তিনি ক্লাব প্যানেল থেকে পরিচালক হচ্ছেন না। ক্রিকেট পাড়ায় গুঞ্জন, তিনি এনএসসি থেকে সরাসরি পরিচালক হচ্ছেন।

ক্লাব ক্যাটাগরিতে অবশ্য আবাহনীর কেউ পরিচালক পদে দাড়াচ্ছেন না। মোহামেডান ক্লাবের দুই কাউন্সিলর লোকমান হোসেন ভুঁইয়া ও মাহাবুবুল আনাম দাড়াচ্ছেন পরিচালক পদে। শেখ জামালের দুই কাউন্সিলর শওকত আলী রাসেল ও মো. নজীব পরিচালক পদে দাড়াচ্ছেন। এছাড়া রায়ের বাজার ক্লাবের মোহাম্মদ জালাল ইউনুস, র্যাপিড ফাউন্ডেশনের মো. হানিফ ভুঁইয়া, গাজী ট্যাংকের গাজী গোলাম মর্তুজা পাপ্পা, প্রাইম ব্যাংকের তানজীল চৌধুরী, কলাবাগান ক্রীড়া চক্রের নাজমুল করীম টিংকু, সূর্যতরুণ ক্লাবের আফজালুর রহমান সিনহা, আজাদ স্পোর্টিংয়ের এনায়েত হোসেন সিরাজ, ইয়াং পেগাসাসের আহমেদ ইকবাল হাসান দাড়াচ্ছেন পরিচালক পদে। এ প্যানেলের প্রতিপক্ষ সাবের হোসেন চৌধুরীর প্যানেল এখনো চূড়ান্ত হয়নি।

তবে শোনা যাচ্ছে সাবের হোসেন চৌধুরী, আজিজ আল কায়সার টিটো, শফিকুল ইসলাম ফিরোজ, আলী আহসান বাবু, ইফতেখার রহমান মিঠু, জিএস হাসান তামিমের নাম।

২০০৮ সালের পর আবারও নির্বাচন হচ্ছে। সেবারও দুই প্যানেলের নির্বাচন হয়েছিল। তবে সেবার নির্বাচন ছিল আওয়ামী লিগ ও বিএনপি সমর্থিত প্যানেলের মধ্যে। এবার সবাই আওয়ামী লিগ সমর্থিত প্যানেল।

 

 

সোর্স: http://www.bd-pratidin.com/

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।

প্রাসঙ্গিক আরো কথা
Related contents feature is in beta version.