আমাদের কথা খুঁজে নিন

   

মুক্তিযোদ্ধা সন্তানদের চাকরি নিয়ে বিষেধাগার ও কয়েকটি কথা !!

বন্যপ্রাণীদের বাঁচান, পরিবেশ রক্ষা করুন

মুক্তিযোদ্ধা সন্তানদের চাকরি নিয়ে বিষেধাগার ও কয়েকটি কথা !! মুক্তিযোদ্ধাদের আজো পিঠে লাথি খেতে হয়, আজো তাদের মার খেতে হয় রাজাকারদের হাতে ! মুক্তিযোদ্ধাদের আজো অপমানিত হতে হয় একটু রাস্ট্রীয় সুবিধার জন্য, একটি চাকরির জন্য ! মুক্তিযোদ্ধাদের সাহসের ফলে, তাদের জীবনের বিনিময়ে, তাদের রক্তের বিনিময়ে, তাদের কষ্টের বিনিময়ে আজ আমরা বংলাদেশ পেয়েছি !!! তারা কি পেয়েছে ??? আজ ও মুক্তিযোদ্ধারা বুখা থাকে তরা তদের সন্তানদের কিছুই দিতে পারে না !! এই দেশ তাদের কি দিয়েছে !! যে কোন মুক্তিযোদ্ধাদের সন্মেলনে গেলেই বুজবেন তাদের করুন কাহিনি। আমরা মুক্তিযোদ্ধাদের অধিকারের কথা কোনদিনও কি বলেছি? বার বার প্রতিবাদ এই চাকরির জন্য আর কতভাবে প্রতিবাদ করছি !! এই দেশ স্বাধীনের জন্য কারা জীবন বাজী রেখেছিল, সন্তানদের এতিম করেছিল ?? কারা ?? !! এই দেশ স্বাধীনের জন্য কারা খালি গায়ে, উদাম গায়ে, ক্ষুধা পেটে লরেছিল ?? কারা !! আজো মুক্তিযোদ্ধাদের রিক্সাচালাতে হয়, ৯০০ টাকা ভাতার জন্য অফিস থেকে অফিসে দৌরাতে হয় তারা কাকে বলবে কি ভাবে বলবে তাদের তো বলার ও যোগ্যতা নাই । তাদের পরনে কাপড় ছিল না কাপড় আজো নাই, তাদের পেটে খাবার ছিল না আজো খাবার নাই। তাদের সন্তানদের বিধবা স্ত্রীদের করুন অবস্থা যদি একবার দেখতে চান তাহলে মুক্তিযোদ্ধা কল্যান ট্রাস্টে একবার যাবেন দয়া করে যদি একটু দয়া থেকে থাকে । একটা রেশনের কার্ডের জন্য কি হাহাকার করে না দেখলে বিশ্বাস করবেন না। আর তখনকার সিলমারা রাজাকারদের দেখেন এখন তারা পাজেরো গাড়ি, আলিশান বাড়ি, মখমলের বিছানায় দিনযাপন করে ! হায় সেলুকাস !!

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।

প্রাসঙ্গিক আরো কথা
Related contents feature is in beta version.